এবার কি তবে ‘এক দেশ এক ভোট’ ভারতে? রাষ্ট্রপতির কাছে রিপোর্ট দিল কোবিন্দ-কমিটি

এবার কি তবে ‘এক দেশ এক ভোট’ ভারতে? রাষ্ট্রপতির কাছে রিপোর্ট দিল কোবিন্দ-কমিটি

one nation

কলকাতা: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও৷ তার আগে ‘এক দেশ এক ভোট’ (ওয়ান নেশন ওয়ান ইলেকশন) নীতি কার্যকর করার লক্ষ্যে ঝাঁপাল নরেন্দ্র মোদী সরকার৷ বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দিল কেন্দ্রের গড়া কমিটি৷ রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদীর হাতে রিপোর্টটি তুলে দেন কমিটির প্রধান তথা প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ কমিটির অন্যান্য সদস্যরা৷

সম্ভবত চলতি সপ্তাহেই ভোট ঘোষণা হয়ে যাবে৷ তার ঠিক আগে এই পদক্ষেপকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের ঝড় উঠবে বলেই আন্দাজ রাজনীতির কারবারিদের৷ কারণ, ইতিমধ্যেই কংগ্রেস, তৃণমূল, সিপিএম-সহ বিরোধী দলগুলি ‘এক দেশ এক ভোট’ পদ্ধতির বিরোধিতায় সোচ্চার হয়েছে৷ তাদের মতে, এই নীতি কার্যকর করার মাধ্যমে ঘুরপথে মোদী সরকার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ধাঁচের একটি ব্যবস্থা চালু করতে চাইছে। যা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 9 =