Breaking: বর্ষবরণ উৎসবে ঐতিহাসিক নির্দেশ হাইকোর্টের

Breaking: বর্ষবরণ উৎসবে ঐতিহাসিক নির্দেশ হাইকোর্টের

 

 কলকাতা: দুর্গাপুজো, কালী পুজোর পর এবার বর্ষবরণের উৎসবে রাশ টেনে ফের ঐতিহাসিক নির্দেশ দিল  হাইকোর্ট৷ করোনা বিধি মেনে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ হাইকোর্টের৷

বছর শেষের বর্ষবরণে কোথাও যাতে বাড়তি জমায়েত না হয়, তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে৷ বর্ষবরণ উৎসবে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে করোনা বিধি মেনে চলার বিষয়ে নির্দেশ দিয়েছে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ৷ যেখানে বেশি মানুষের জমায়েত হয়, সেখানে করোনা বিধি যাতে পালন করা হয়, তা নিশ্চত করতে নির্দেশ দিয়েছে আদালত৷

আজ মামলার শুনানিতে আদালতের বক্তব্য, উৎসবের মরসুম শেষ হয়ে গিয়েছে। কিন্তু বছর শেষে বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছেন। বিভিন্ন জায়গায় ভিড় হচ্ছে বলে সংবাদমাধ্যমের মাধ্যমে নজরে আসছে। এই অবস্থায় করোনা বিধি যাতে লঙ্ঘিত না হয় তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক এবং স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে হাইকোর্ট৷

এর আগে দুর্গা, কালী ও জগদ্ধাত্রী পুজোয় করোনা সংক্রমণ রুখতে ঐতিহাসিক রায় ঘোষণা করেছিল হাইকোর্ট৷ সংক্রমণ রুখতে দর্শকশূন্য পুজোর নির্দেশ দিয়েছিল আদালত৷ জারি করা হয়েছিল গ্যাইডলাইন৷ এবার বর্ষবরণ উৎসবেও যাতে করোনা সংক্রমণ ঠেকানো যায়, তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ নিয়েছে কলকাতা হাইকোর্ট৷

উৎসবে সংক্রমণ রুখতে উচ্চ আদালতের হস্তক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ উৎসবে সংক্রমণ রুখতে আদালতের এই নির্দেশকে সাদরে গ্রহণে প্রস্তুত আমজনতা৷ কেননা, ব্রিটেনে নতুন করোনার উৎপাত শুরু হয়েছে৷ বাড়ছে উদ্বেগ৷ আর এই পরিস্থিতিতে আদালতের নির্দেশ যথাযথ বলে মনে করছেন আইনজীবীদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =