কলকাতা: লকডাউন শুরু হওয়ার পর প্রথমবার বাড়ির বাইরে ব্যবসার জন্য বেরিয়ে ছিলেন মৌসুমী দে। দোকান খুলে ভেবেছিলেন সংসারের খরচ চালাবেন। সেই দোকানে চুরির ফন্দি করেছিল দুজন। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন ৪২ বছরের মহিলা। একা হাতে দুজন চোরকে ধরিয়ে দিলেন পুলিশকে। ঘটনাটি ঘটেছে রামকৃষ্ণ নগর এলাকায়।
জানা গিয়েছে, বুধবার বিকেলে দোকানে একাই ছিলেন মৌসুমী। সেই সময়ে অমিত মন্ডল এবং রাহুল দাস নামে দুজন তার দোকানে আসে। তাদের মধ্যে একজন দোকানের বাইরে বাইকে অপেক্ষা করছিল, অন্যজন ২০ প্যাকেট আলুর চিপস কিনতে দোকানে ঢোকে। বাইরের জন ১০ প্যাকেট চিপস দিতে পারে কিন্তু দোকানের ভেতরে ঢোকেনি। পরে মৌসুমী বুঝতে পারেন, তার নজর ঘোরানোর জন্যই এটা করেছিল ওরা। পরে চিপস নিতে দোকানের ভেতরের ছোট্ট সিঁড়িতে উঠতেই একজন ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে আসে। তাকে বারণ করা সত্বেও সে সেখান থেকে চলে না গিয়ে ক্যাশ কাউন্টার থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে মৌসুমী নিচে নেমে ছেলেটির হাত ধরে নেন। কিন্তু তার হাত মুছড়ে দিয়ে পকেটে হাত ঢোকায় সে। মৌসুমী ভেবেছিলেন হয়তো কোনো অস্ত্র বার করবে, ততক্ষণে তিনি সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করেন।
চিৎকার এর পরেই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুজনে। কিন্তু আশে পাশের দোকানের লোকদের সহায়তায় তাদের দুজনকে সেখানেই আটকানো সম্ভব হয়, পরবর্তী সময় পুলিশ ডাকা হয়। কিছুক্ষণ পরে বাসদ্রোণী থানার পুলিশ এসে তাদের দু’জনকে গ্রেফতার করে। জানা গেছে, ক্যাশ কাউন্টার থেকে মাত্র ৮০০ টাকাই ছিনিয়ে নিতে পেরেছিল ছেলেটি। পুলিশ জানিয়েছে, এই দুজন নরেন্দ্রপুরের ছেলে, এর আগেও নেতাজিনগর এবং গড়িয়া এলাকায় এই ধরনের ঘটনা ঘটিয়েছে।