খাস কলকাতায় এবার ‘বাদাম কাকু’র মূর্তি, নতুন রূপে ভাইরাল ভুবন

খাস কলকাতায় এবার ‘বাদাম কাকু’র মূর্তি, নতুন রূপে ভাইরাল ভুবন

কলকাতা: ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম..’ এই একটি গানেই ভুবন খ্যাত ভুবন বাদ্যকর৷ কাঁচা বাদামের সুরে তুমুল জনপ্রিয় বীরভূমের বাদাম কাকু৷ সোশ্যাল মিডিয়ায় তাঁকে শোরগোল বিস্তর৷ রাজ্য, দেশের সীমা ছাড়িয়ে বিশ্বজুড়ে ভাইরাল ‘কাঁচা বাদাম’৷ টলিউড থেকে বলিউড, অভিনেতা অভিনেত্রীরা কোমর দুলিয়েছেন ভুবন বাদ্যকরের গানে৷ এমনকী দক্ষিণ আফ্রিকার সোশ্যাল মিডিয়া সেনশেলন কিলি পল ভিডিয়ো করেছেন কাঁচা বাদাম নিয়ে৷ তবে শুধু নেটপাড়া নয়, বাদাম কাকু সমান ভাবে জনপ্রিয় বাস্তবের মাটিতে৷ তাই তো খাস কলকাতায় তৈরি হল বাদাম কাকুর মূর্তি৷ 

আরও পড়ুন- বাংলায় ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ কবে? যা জানা গেল

ভুবন বাদ্যকরের মূর্তি দেখে অনেকেই হতবাক৷ অনেকে আবার এ কথা বিশ্বাসই করতে পারছেন না৷ তবে এটাই সত্যি৷ কুমোর পাড়ার শিল্পীদের হাতে ধরা দিয়েছে বাদাম কাকুর মূর্তি৷ এ যেন অবিকল ভুবন বাদ্যকর৷ জানেন কে এই মূর্তিটি তৈরি করেছেন? বাদাম কাকুর নিখুঁত মূর্তিটি তৈরি করেছেন কুমোরটুলির মৃৎশিল্পী পরিমল পাল৷ জানেন কি, মাত্র ৫ দিনেই এই মূর্তিতি তৈরি করেছেন তিনি৷ 

অনেকের মনের প্রশ্ন জেগেছে, কেন হঠাৎ ভুবন বাদ্যকরের মূর্তি তৈরি করতে গেলেন পরিমল? এর জবাব দিয়েছেন শিল্পী নিজেই৷ পরিমল বলেন, ‘‘বাদামকাকুর জনপ্রিয়তা বিশ্বজুড়ে। সোস্যাল মিডিয়া সবচয়ে ভাইরাল ব্যক্তি৷ তিনি বাঙালিকে গোটা বিশ্বের কাছে তুলে ধরেছেন৷ সে কারণেই ভূবন বাদ্যকরের মূর্তি তৈরির সিদ্ধান্ত নিই। আমাদের মণ্ডপে তাঁকে উপস্থিত করছি এই মডেলের মাধ্যমে৷” বাদাম কাকুর এই মূর্তিটি দেখতে হলে যেতে হবে কুমোরটুলির ঢাকেশ্বরী মন্দিরের কাছে স্বাধীন সংঘের মণ্ডপে৷ দোলপূর্ণিমা উপলক্ষে আয়োজিত গোপাল পুজোয় দেখতে পাওয়া যাবে মাথার টুপি পরা ‘বাদামকাকু’র এই মূর্তিটি৷ ভুবন বাদ্যকর একটিবার কুমোরটুলিতে এসে নিজের মূর্তিটি দেখুন, সেটাই চান শিল্পী পরিমল পাল।

এদিকে নিজের মূর্তি দেখে আপ্লুত ‘কাঁচা বাদাম’ খ্যাত শিল্পী৷ পরিমল পালের উদ্যোগ তাঁর মন ছুঁয়ে গিয়েছে৷ ভুন বলেন, বেঁচে থাকতে এমন একটা ঘটনার সাক্ষী হবেন, কেনও দিন ভাবতেই পারেননি।