kolkata
কলকাতা: মাঝ ডিসেম্বরে পৌঁছে ধুন্ধুমার ব্যাটিং শীতের৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই জাঁকিয়ে বসেছে শীত৷ তাড়িয়ে তাড়িয়ে শীতের আমেজ উপভোগ করছে দক্ষিণবঙ্গের মানুষ৷ এমনকী উত্তরকেও দিচ্ছে টেক্কা৷ চলতি মরসুমের শীতলতম দিন শনিবার৷ এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার পারদ নেমেছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷
দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে৷ উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও শুরু হয়েছে শীতের দাপুটে ইনিংস। তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ সিকিম এবং দার্জিলিংয়ে হতে পারে তুষারপাত৷