কলকাতা: গরমে হাঁসফাঁস করছে তিলোত্তমা৷ চাতকের মতো বৃষ্টির অপেক্ষায় দক্ষিণবঙ্গের মানুষ৷ দিনভর কড়া উত্তাপের পর রাতেও মহানগরে ‘ফিল লাইক’ ৪০ ডিগ্রি৷ এই অস্বস্তিকর পরিস্থিতির মাঝেই সুখবর শোনাল হাওয়া অফিস৷ বৃহস্পতিবার সকালের বুলেটিনে জানানো হয়েছে, আজ বিকেলের দিকে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইবে৷ তিলোত্তমায় জারি হয়েছে হলুদ সতর্কতা৷ তবে সকালের দিকে আকাশ পরিষ্কার থাকবে৷ বেলায় বাড়বে রোদের তেজ৷
বিকেলে বৃষ্টি হলেও গাঙ্গেও পশ্চিমবঙ্গে এখনই কমছে না গরমের অস্বস্তি৷ তাপমাত্রা থাকছে স্বাভাবিকের অনেকটা বেশি। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়নি৷ তবে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিন গাঙ্গেও পশ্চিমবঙ্গের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না৷ দক্ষিণ বঙ্গে বর্ষা ঢুকতে সামনের সপ্তাহ হয়ে যাবে৷ ১৮ থেকে ২১ তারিখের মধ্যে মৌসুমি বায়ু সক্রিয় হবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা৷
আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। যদিও তাপপ্রবাহের কোনও সতর্কতা নেই৷ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷
বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৮৭ শতাংশ, সর্বনিম্ন ৪৬ শতাংশ। বুধবার কলকাতায় বৃষ্টি হয়নি। তবে আজ বিকেলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
তব শুধু কলকাতা নয়, আজ বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে৷ সঙ্গে এই জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>