কলকাতায় রাজপথে জনস্রোত, যানজট এড়াতে তৃতীয়ার বিকেল থেকেই বাড়তি নজর লাল বাজারের

কলকাতায় রাজপথে জনস্রোত, যানজট এড়াতে তৃতীয়ার বিকেল থেকেই বাড়তি নজর লাল বাজারের

218d619f391cf4b1d02c94bff2fa77cd

কলকাতা: বোধনের আগে শেষবেলায় চলছে পুজোর চূড়ান্ত কেনাকাটা৷ অন্যদিকে, আগেভাগে ঠাকুর দেখার হিড়িক৷ দুইয়ের মিলে দ্বিতীয়ার সন্ধে ছিল জমজমাট৷ ভিড়ের ঠেলায় কলকাতার একাংশে গাড়ি চলাচল কার্যত স্তব্ধ। কলকাতায় পথে যেন জনজোয়ার। উমার বোধনের আগে ভিড়ের প্রবল চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ-প্রশাসনকেও। অফিস থেকে বাড়ি ফিরতে গিয়ে কালঘাম ছুটছে যাত্রীদের। ভিড়ের রাশ সামলাতে তৃতীয়ায় দুপুরের পর থেকেই পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুলিশ। ভিড় যথাযথভাবে নিয়ন্ত্রণ করে যাতে যথাযখাভাবে গাড়ির চাকা গড়ায়, তার উপরেই জোর দিচ্ছে লালবাজার। পুলিশ সূত্রে খবর, ভিড়প্রবণ এলাকায় অতিরিক্ত পুলিশকর্মীও মোতায়েন করা হচ্ছে।

মহালয়ার আগেই শহরের বড় বড় পুজোগুলির উদ্বোধন হয়ে গিয়েছে৷ দেবীপক্ষ শুরু হতেই কলকাতার একাংশে ফুটে ওঠে ভিড়ের ছবি৷ কয়েকটি মণ্ডপে দর্শনার্থীদের ভিড় দেখে মনে হয়েছে যেন অষ্টমীর সন্ধ্যা। এর মধ্যে উল্লেখযোগ্য শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। এছাড়াও, দক্ষিণ কলকাতার আরও কয়েকটি মণ্ডপে প্রতিপদ এবং দ্বিতীয়াতে ছিল দর্শনার্থীদের ভিড়৷ রাত যত গভীর হয়েছে ততই ফুলেফেঁপে উঠেছে ভিড়। মণ্ডপ লাগোয়া রাস্তায় তৈরি হয় তীব্র যানজট৷ এখনও শহরের বেশ কয়েকটি নামকরা পুজোর উদ্বোধন হয়নি। সেগুলি উদ্বোধন হলে ভিড় আরও বাড়বে বৈকি৷ 

তবে শুধু ঠাকুর দেখার জন্যেই যে রাজপথে মানুষের অগুনিত ভিড়, তেমনটা কিন্তু নয়। শেষ মুহূর্তের কেনাকাটা করতেও পথে বেরিয়েছেন বহু মানুষ। পুজোর শেষ রবিবারে ধর্মতলা, গড়িয়াহাট, হাতিবাগান চত্বরে দেখা গিয়েছিল জনসমুদ্র৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *