kolkata police
কলকাতা: লিপস অ্যান্ড বাউন্স সংস্থায় ইডি হানার পরই তাদের বিরুদ্ধে অচেনা ‘ফাইল ডাউনলোড’ করার অভিযোগ আনেন সংস্থারই এক কর্মী। তাঁর নাম চন্দন বন্দ্যোপাধ্যায়৷ এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এবার সেই কর্মীকেই লালবাজারে ডেকে পাঠাল কলকাতা পুলিশ। সূত্রের খবর, বুধবার দুপুরের মধ্যেই চন্দনকে লালবাজারে এসে দেখা করতে বলা হয়েছে। সংস্থায় ইডির তল্লাশি এবং তাঁর অভিযোগ সংক্রান্ত বেশ কয়েকটি বিষয়ে প্রশ্ন করে বিষয়টি স্পষ্ট জানতে চাইছেন লালবাজারের গোয়েন্দারা। (kolkata police)
গত ২১ অগাস্ট অভিষেক বন্দ্যোপাধ্যাের লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থার দফতরে হানা দিয়ে প্রায় ১৮ ঘণ্টা তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ওই সংস্থারই উচ্চ পদে কাজ করতেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। তল্লাশি শুরু হতেই সংস্থার কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়ের মোবাইল বাজেয়াপ্ত করে ইডি। কেন্দ্রীয় আধিকারিকরা চলে যাওয়ার পর চন্দন দাবি করেন, ইডি আধিকারিকেরা সংস্থার কম্পিউটারে ১৬টি মাইক্রোসফ্ট এক্সেল ফাইল ডাউনলোড করা হয়েছে। তাঁর আরও দাবি, ওই দিন তল্লাশির সময় সংস্থার কম্পিউটারগুলির উপর নিয়ন্ত্রণ ছিল ইডির আধিকারিকদেরই। গত শুক্রবার এই বিষয়ে অভিযোগ করেন চন্দন৷ তিনি জানান, তিনি মনে করছেন, তল্লাশি চালানোর সময় বেশ কিছু ফাইল ডাউনলোড করে নেন ইডির আধিকারিকেরা। চন্দনের অভিযোগ সামনে আসতেই পুলিশের প্রশ্ন, লিপ্স অ্যান্ড বাউন্ডসের দফতরে কেন অচেনা ফাইল ডাউনলোড করল ইডি? এর নেপথ্য কারণ কী? সেই উত্তর খুঁজছে লালবাজার। পুলিশ সূত্রে খবর, এদিন চন্দনের সঙ্গে কথা বলে তার অভিযোগের বিষয়েই আরও বিশদে জানতে চাওয়া হবে। আজ দুপুরেই চন্দন লালবাজারে আসবেন বলেও পুলিশ সূত্রে খবর।