লাল বাজারে তলব, হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দুর আইনজীবী, মামলা দায়েরের অনুমতি

লাল বাজারে তলব, হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দুর আইনজীবী, মামলা দায়েরের অনুমতি

suvendu-can-held-public-meeting-in-sandeshkhali-on-10th

kolkata police

কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী সূর্যনীল দাসকে জেকে পাঠাল লালবাজার। আগামী ২১ ফেব্রুয়ারি তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে৷ কলকাতা পুলিশের তলব পাওয়ার পরই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দুর আইনজীবী। তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। মঙ্গলবার মামলাটির শুনানি হতে পারে৷ এ প্রসঙ্গে সূর্যনীল জানান, তাঁকে লালবাজারে তলব করা হয়েছে। কিন্তু কী কারণে ডাকা হয়েছে, তার কোনও কারণই পুলিশের তরফে উল্লেখ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + seventeen =