কলকাতা: ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা৷ বাঙালির আবেগ৷ যুবভারতী স্টেডিয়ামে ফুটবল ম্যাচ ঘিরে এখন টানটান উত্তেজনা৷ দুই দলই চেষ্টা করছে একে অপরকে টেক্কা দিয়ে এগিয়ে যাওয়ার। ম্যাচের প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ হাতছাড়া করে৷ তবে দ্বিতীয়ার্ধে এল গোল। এগিয়ে গেল এটিকে মোহনবাগান৷ ৩০ গজ দূর থেকে জোরাল শট মারে হুগো৷ সেই শট কমলজিতের গায়ে প্রতিহত হয়ে ইস্টবেঙ্গলের জালে জড়িয়ে গেল। এর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় গোলটি করে মোহনবাগান৷
আরও পড়ুন- মৌখিক লড়াইয়ে সমান টক্কর, মাঠের লড়াইয়ে বাজিমাত করবে কে
লিস্টন থেকে বোমাস, পেত্রাতস ঘুরে মনবীরের পায়ে চলে আসে বল। প্রথমার্ধে সে ভাবে ছাপ রাখতে না পারলেও এ বার আর কোনও ভুল করেননি মনবীর। ২-০ করে ফেললেন তিনি। কলকাতা ডার্বিতে এই নিয়ে তৃতীয় গোল করলেন এই ফুটবলার৷ দুটো টিমই প্রথম থেকে ওপেন ফুটবল খেলার চেষ্টা করেছে। তবে বিপক্ষের রক্ষণে বারবার আঘাত হানার চেষ্টা করেছেন বোমাস, লিস্টন, মনবীররা। কলকাতা ডার্বিতে এবারও ইস্টবেঙ্গলের ভাগ্য একই স্রোতে ভাসবে কিনা, তা সময়ই বলবে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>