পার্টি থেকে মাসে আয় ৫ হাজার, মোট কত সম্পত্তির মালিক ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী?

পার্টি থেকে মাসে আয় ৫ হাজার, মোট কত সম্পত্তির মালিক ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী?

Captain Meenakshi

কলকাতা:  আগামী ৭ জানুয়ারি বামেদের ব্রিগেডের ক্যাপ্টেন তিনি৷ বাম শিবিরের অন্যতম প্রধান মুখও বলা যেতে পারে৷ যদিও লোকে তাঁকে চেনে একুশের বিধানসভা থেকে৷ গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রাম থেকে বামেদের প্রার্থী হয়েছিলেন। তিনি ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়৷ ছোটবেলা কেটেছে আসানসোলের কুলটি শহরে। সেখানেই পড়াশোনা৷ ২০০৫ সালে স্নাতক হন৷ কিন্তু জানেন কি বাম যুব নেত্রীর মোট সম্পত্তির পরিমাণ কত? 

একুশের বিধানসভা ভোটে নির্বাচন কমিশনে মীনাক্ষী যে হলফনামা জমা দিয়েছিলেন, তাতে তাঁর বার্ষিক কোনও আয় নেই৷ তিনি অবিবাহিত। ফলে স্বামীর আয়ের প্রসঙ্গও উঠছে না। আর্থিকভাবে তাঁর উপরে পরিবারের কোনও সদস্য নির্ভরশীল নন। হলফনামা দেওয়ার সময় তাঁর হাতে নগদ ছিল মাত্র ১৩০০ টাকা। এছাড়াও জানা যায়, দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বাম নেত্রীর৷ যাঁর একটিতে রয়েছে ৮১ হাজার ১৮১ টাকা ৭২ পয়সা। অন্য একটি গচ্ছিত মাত্র ৫ হাজার টাকা। তাঁর নামে এলআইসি-র কাছে পলিসিও রয়েছে। যার প্রিমিয়াম ৪৭১৭ টাকা। ৪০ হাজার টাকার মূল্যে একটি মোটর সাইকেল রয়েছে৷  ৪৩৫ স্কোয়ার ফুটের বাড়িতে থাকেন মীনাক্ষী। পার্টি থেকে প্রতিমাসে ৫ হাজার টাকা ভাতা পান তিনি। এমনটাই জানিয়েছিলেন হলফনামায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + three =