ট্রেনে উঠলেই ঘুম পায়? ঘুমানোর নানা নিয়ম রয়েছে ভারতে, না মানলে জড়াতে পারেন বিবাদে

ট্রেনে উঠলেই ঘুম পায়? ঘুমানোর নানা নিয়ম রয়েছে ভারতে, না মানলে জড়াতে পারেন বিবাদে

 নয়াদিল্লি:  ট্রেনের দুলুনিতে ঘুম পায় অনেকেরই। লোকালে উঠে ঘুমে ঢুলে পড়েন বহু যাত্রীই। তাতে অবশ্য কোনও সমস্যা নেই। এরজন্য জরিমানাও দিতে হয় না। কিন্তু দূরপাল্লার ট্রেনে ঘুমের ক্ষেত্রে রয়েছে বেশ কিছু নিয়ম৷ কখন ঘুমাতে হবে সেই সময় বেঁধে দিয়েছে ভারতীয় রেল৷ না মানলে শাস্তি হয় না ঠিকই, কিন্তু সহযাত্রীর সঙ্গে ঝামেলা বাধতেই পারে৷ 

আরও পড়ুন- শীতকালীন অধিবেশনে সাসপেন্ড ১২ সাংসদ! রয়েছেন তৃণমূলের দোলা সেনও

রেলের নিয়ম অনুযায়ী দূরপাল্লার ট্রেনে দিনে ঘুমানোর কোনও নিয়মই নেই৷ তার মানে কি কেউ দিনে ঘুমান না? তেমনটা একেবারেই নয়৷ সেক্ষেত্রে একটি বগির একটি কুপের সকলকেই শুয়ে পড়তে হয়৷ তবে এক্ষেত্রে জোড়াজুড়ির প্রশ্ন নেই৷ এই তো গেল দিনের নিয়ম৷ রাতে কখন ঘুমাতে পারবেন যাত্রীরা? ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত ঘুমাতে পারেন স্লিপার ক্লাসের যাত্রীরা৷ একই নিয়ম প্রযোজ্য এসি থ্রি টিয়ারের ক্ষেত্রেও৷ আগে অবশ্য রাত ৯টা বাজলেই ঘুমিয়ে পড়া যেত৷ কিন্তু ২০১৭ সালে নিয়মের পরিবর্তন করে ঘুমের সময় ১০টা করা হয়৷ 

প্রসঙ্গত, ১০ দশটার পর কিন্তু টিকিট পরীক্ষকও আর টিকিট পরীক্ষা করচে আসেন  না৷ রাত ১০টার মধ্যে টিকিট পরীক্ষার কাজ মিটিয়ে ফেলার নির্দেশ থাকে টিটিই-দের উপরেও৷ তবে এখানে কিছু ব্যতিক্রম রয়েছে৷ রাত ১০টার পর কোনও ট্রেন রওনা দিলে বা কোনও যাত্রী রাত ১০টার পর ট্রেনে উঠলে তাঁদের ক্ষেত্রে টিকিট পরীক্ষার এই সময়সীমা প্রযোজ্য হয় না৷

দেখা গিয়েছে স্লিপার ক্লাসে সবচেয়ে সমস্যায় পড়েন মিডল বার্থের যাত্রীরা৷ কারণ লোয়ার বার্থের যাত্রী উঠে পড়লে, তাঁকেও উঠে পড়তে হয়৷ নাহলে লোয়ার বার্থে বসতে সমস্যা হয়৷ তবে রাত ১০ টা থেকে ভার ৬টা পর্যন্ত ঘুমাতে দিতেই হবে৷ সেই সময় কেউ আপার বা মিডল বার্থের যাত্রীরা লোয়ার বার্থে বসার দাবি জানাতে পারেন না৷ সেদিক থেকে আপার বার্থের যাত্রীদের ঘুম নিয়ে কোনও সমস্যা নেই৷ ঘুম পেলেই ঘুমাতে যেতে পারেন তাঁরা৷ 

অন্যদিকে, সাইড বার্থে অর্থাৎ যাঁরা আরএসি-তে টিকিট পেয়েছেন তাঁদের ক্ষেত্রেও একই নিয়ম রয়েছে৷ সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত আপার বার্থের যাত্রীদের লোয়ার বার্থে বসতে দিতে হবে৷ সাধারণত যাত্রীরা নিজেদের মধ্যে বোঝাপড়া করেই ট্রেনে সফর করে থাকেন৷ এর জন্য কড়া কোনও নিয়ম নেই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *