সংসদের নয়া ভবন উদ্বোধনের দিনক্ষণ স্থির, অন্দরসজ্জা দেখলে চোখ ফেরানো দায়

সংসদের নয়া ভবন উদ্বোধনের দিনক্ষণ স্থির, অন্দরসজ্জা দেখলে চোখ ফেরানো দায়

কলকাতা: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা৷ চলতি মাসেই উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবন৷ নব নির্মিত এই সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে সংসদ ভবন উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছেন৷ এএনআই সূত্রে খবর, আগামী ২৮ মে উদ্বোধন করা হবে নয়া সংসদ ভবন৷ 

লোকসভা সচিবালয়ের তরফে বলা হয়েছে, নয়া সংসদ ভবনের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এই ভবন আত্মনির্ভর ভারতের প্রতীক। প্রসঙ্গত, বর্তমানে যে ভবনে পার্লামেন্ট চলে সেটি তৈরি হয়েছিল স্বাধীনতার আগে৷ ১৯২৭ সালে এটি তৈরি হয়েছিল বলে কথিত রয়েছে। 

সংসদ

নতুন সংসদ ভবনের পরতে পরতে শিল্পের ছোঁয়া৷ এর গঠন অত্যন্ত নান্দনিক। গত বছর নভেম্বর মাসের মধ্যেই নয়া সংসদ ভবন নির্মাণের কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছিল। কিন্তু কাজ শেষ হতে আরও কয়েক মাস লেগে যায়৷ ২০২০ সালের ১০ ডিসেম্বর, নয়া সংসদ ভবনের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২১ সাল থেকে শুরু হয় পার্লামেন্টের নির্মাণের কাজ৷ প্রায় ৬৫,০০০ বর্গমিটার জুড়ে গড়ে উঠেছে দেশের নতুন পার্লামেন্ট। টাটা প্রজেক্টস লিমিটেড এই ত্রিভূজাকৃতি ভবন তৈরির দায়িত্বে ছিল৷

প্রথমে বলা হয়েছিল এই ভবন নির্মাণে খরচ হবে ৮৬২ কোটি টাকা। পরে সেই মূল্য বেড়ে দাঁড়ায় ১২০০ কোটি টাকায়। সংস্কৃতি মন্ত্রকের তরফে বিল্ডিংয়ের সৌন্দর্যায়নের জন্য আরও টাকা বরাদ্দ করা হয়। সব মিলিয়ে নয়া ভবন চোখ ধাঁধানো সৌন্দর্য৷ 

vista

গত মার্চ মাসে নবনির্মিত সংসদভবন পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। ৪ তলা বিশিষ্ট এই সংসদ ভবনে একসঙ্গে ১২৮০ জন বসতে পারবেন। লোকসভা সচিবালয়ের তরফে জানানো হয়েছে, রেকর্ড সময়ে নতুন সংসদ ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। এত কম সময়ের মধ্যে ভবন তৈরি করা হলেও, এর  পরিকাঠামোগত মান একেবারে অক্ষুন্ন। ‘সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় এই নতুন সংসদ ভবন তৈরি করা হয়েছে।

ত্রিভুজাকার এই সংসদ ভবনে রয়েছে একটি বিশাল সংবিধান হল, সাংসদদের জন্য একটি লাউঞ্জ, একটি লাইব্রেরি, একাধিক কমিটি রুম, খাবারের জায়গা এবং পর্যাপ্ত পার্কিং স্থান থাকবে। ৬৪ হাজার ৫০০ বর্গমিটার জায়গা জুড়ে এই ভবন তৈরি করা হয়েছে।