উর্ধ্বমুখী সোনা-রুপো! জেনে নিন আজকের বাজারদর কত?

উর্ধ্বমুখী সোনা-রুপো! জেনে নিন আজকের বাজারদর কত?

3 stocks recomended

10 gram gold

কলকাতা: লাফিয়ে বাড়ছে সোনার দাম৷ কমার নামই প্রায় নেই৷ অনেকই সোনা-রুপোয় বিনিয়োগ করতে চায়৷ তবে তাঁর আগে তার দাম মাথায় রাখা জরুরি। কারণ সোনা-রুপোর দাম প্রতি দিনই বদলায়৷  কখনও তা বাড়ে, কখনও কমে।

আজ শনিবার, ৬ এপ্রিল কলকাতার সোনা-রুপোর বাজারের ছবিটা ঠিক কেমন? চলুন দেখা যাক-

 শনিবার, রুপো এবং সোনার দাম গতকালের তুলনায় অনেকটাই বেড়েছে। শুক্রবার ১ কেজি রুপোর দাম ছিল ৮১৭০০ টাকা৷ শনিবার, সমপরিমাণের রুপোর দাম বেড়ে হয়েছে ৮৩,৫০০ টাকা। অন্যদিকে, শুক্রবার ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬৯,৯৮০ টাকা, সেটাই শনিবার, ৬ এপ্রিল বেড়ে হয়েছে ৭১,২৯০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − two =