কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে প্রচুর নিয়োগ, সত্ত্বর আবেদন করুন

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে প্রচুর নিয়োগ, সত্ত্বর আবেদন করুন

কলকাতা: দেশে ভয়ঙ্কর করোনা পরিস্থিতি৷ এরই মধ্যে প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন৷ ৩২৬ জন মেডিক্যাল স্টাফ এবং স্টাফ নার্স নিয়োগ করা হবে বলে কেএমসি’র তরফে জানানো হয়েছে৷ এই পদগুলিতে রেগুলার এবং পার্ট টাইম ভিত্তিতে নিয়োগ করা হবে৷ এই পদের জন্য ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা কেএমসি’র অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন জানাতে পারবেন৷ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটটি হল  kmc.gov.in.
 

কেএমসি রিক্রুটমেন্ট ২০২১, গুরুত্বপূর্ণ তারিখ- 

•    নোটিফিকেশনের তারিখ ৫ মে, ২০২
•     মেডিক্যাল অফিসার পোস্টে ইন্টারভিউয়ের তারিখ ১৭ মে এবং ২৪ মে, ২০২১

 

কেএমসি রিক্রুটমেন্ট ২০২১, শূন্যপদের বিস্তারিত বিবরণ-

•    মেডিক্যাল অফিসার – শূন্যপদ ৫০
•    মেডিক্যাল অফিসার (পার্ট টাইম) – শূন্যপদ ৭১   
•    স্টাফ নার্স – শূন্যপদ ২০৫

 

এই পদের জন্য যোগ্যতা- 

মেডিক্যাল অফিসার পদের জন্য প্রার্থীকে এমসিআই স্বীকৃত ইনস্টিটিউট থেকে এমবিবিএস হতে হবে৷ নার্স পদের জন্য প্রার্থীদের অবশ্যই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম ট্রেনিং থাকতে হবে৷ 

কেএমসি রিক্রুটমেন্ট ২০২১, অন্যান্য বিবরণ-

প্রার্থীদের পরীক্ষার ভেন্যু এবং অন্যান্য বিবরণের জন্য সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে৷ kmc.gov.in.- এ এই বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে৷ 
মেডিক্যাল অফিসার পদে নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন হবে ৬০ হাজার টাকা৷ এই পদে পার্ট টাইম পোস্টের বেতন ২৪ হাজার টাকা৷ নার্স পদের বেতন প্রতি মাসে ২৫ হাজার টাকা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =