kl rahul
কলকাতা: গোড়ালিতে চোট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডে৷ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তাঁর ফেরার অপেক্ষায় থাকলেও, শনিবার সকালে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়, হার্দিক আর বিশ্বকাপে খেলতে পারবেন না। স্বভাবতই প্রশ্ন ওঠে, তাহলে বাকি বিশ্বকাপে ম্যাচগুলিতে দলের সহ-অধিনায়ক হিসাবে কাকে দেখা যাবে? মিলল সেই প্রশ্নেরও উত্তর৷
একটি ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, কেএল রাহুলের হাতে সহ-অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। ওই ওয়েবসাইটে বোর্ডের এক কর্তা বলেছেন, “ বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর জন্য সহ-অধিনায়ক হিসাবে কেএল রাহুলকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর দলের সঙ্গেই আছেন। তিনি শনিবার সকালেই রাহুলকে এই বিষয়ে জানিয়ে দিয়েছেন।”
বিশ্বকাপে বিশেষজ্ঞ কিপার হিসাবে এতদিন বোলারদের বৈঠকে উপস্থিত থাকছিলেন রাহুল। এ বার থেকে তিনি বোলারদের পাশাপাশি ব্যাটারদের বৈঠকেও থাকবেন৷ দল পরিচালন সমিতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও তাঁর মতামতকে প্রাধান্য দেওয়া হবে৷
বিশ্বকারে বাংলােশের বিরুদ্ধে ম্যাচে খেলার সময় গোড়ালিতে চোট পান হার্দিক৷ এর আগে ২০১৮ সালে এশিয়া কাপ খেলতে গিয়ে পিঠে চোট পেয়েছিলেন এই তারকা অলরাউন্ডার। সেই চোট সারিয়ে মাঠে ফিরতে বেশ কিছু বছর লেগে গিয়েছিল তাঁর। গত বছর আইপিএলে ফেরেন তিনি। তখন থেকেই দারুন ভাবে অলরাউন্ডারের ভূমিকা সামলাচ্ছিলেন। কিন্তু এবার পায়ে চোট পেয়েছেন হার্দিক। বাজে ভাবে পা মচকে গিয়েছে তাঁর। সেই চোটের জন্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এই অলরাউন্ডার৷