মৃত্যু বার্ষিকীতে প্রকাশ্যে কেকে-র গাওয়া শেষ মরাঠি গান! চলে যাওয়ার দু’ মাস আগে করেছিলেন রেকর্ড

মৃত্যু বার্ষিকীতে প্রকাশ্যে কেকে-র গাওয়া শেষ মরাঠি গান! চলে যাওয়ার দু’ মাস আগে করেছিলেন রেকর্ড

 মুম্বই: দেখতে দেখতে এক বছর পাড়৷ গত বছর এই দিনেই মারা গিয়েছিলেন বলিউডের জনপ্রিয় শিল্পী কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকে৷ কলকাতায় কনসার্ট করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। অনুরাগীদের কাছে এই দিনটা শোকের। কয়েক হাজার শ্রোতাকে সুরের মূর্ছনায় ভাসিয়ে, বিদায় নেন শিল্পী৷ পাড়ি দেন না ফেরার দেশে৷ তাঁর অকাল প্রয়াণ শোকের ছায়া নামে সঙ্গীত জগতে৷ 

২০২২ সালের ৩১ মে কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কেকে৷ মৃত্যুর ২ মাস আগে জাবনের শেষ মরাঠি গান রেকর্ড করেছিলেন গায়ক। যে গান শোনা যাবে আসন্ন মারাঠি ছবি ‘আমব্রেলা’য়। কেকে-র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সেই গানটি প্রকাশ করেছে ‘আমব্রেলা’ টিম। কেকের সুরেলা কন্ঠে গাওয়া সেই গান ঝড় তুলেছে শ্রোতাদের মনে। প্রসঙ্গত, ২০১৪ সালে প্রথম মরাঠি ভাষায় গান গেয়েছিলেন কেকে। 

কেকে-র রেকর্ড করা শেষ মারাঠি গান ‘একান্ত হাওয়া’ কম্পোজ করেছেন সন্তোষ মুলেকার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘কয়েকটি কনসার্টের আমি ওঁর সঙ্গে পিয়ানোবাদক হিসাবে কাজ করেছি। ও একজন দুর্দান্ত ব্যক্তি ছিলেন। আমি অবশ্যই বলতে চাইব যে, মারাঠি সিনেমার প্রতি কেকে-এর অপরিসীম ভালোবাসা ছিল এবং তিনি খুব ভালোভাবেই মরাঠি ভাষায় কথা বলতে পারতেন।’ এই মরাঠি সিনেমাটি আগামী ৯ জুন মুক্তি পাওয়ার কথা। 

২৬ বছরের বলিউড কেরিয়ারে কেকে হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লাম-সহ বেশ কয়েকটি ভাষায় গান গেয়েছেন। গান গেয়েছেন মরাঠিতেও৷ তাঁর অবদান কোনও দিন ভুলতে পারবে না বলিউড৷