বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার মাস্টারমাইন্ড খালেদা-পুত্র তারেক!

বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার মাস্টারমাইন্ড খালেদা-পুত্র তারেক!

ঢাকা: বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় এবার আঙুল উঠল প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি সুপ্রিমো বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের দিকে৷ তিনি বিএনপি’র ভাইস চেয়ারম্যানও বটে৷ তবে একাধিক দুর্নীতি সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত তারেক এখন লন্ডনবাসী৷ এই ঘটনায় বিএনপি’র সঙ্গে যুক্ত ছিল মৌলবাদী দল জামাত৷ রাজশাহি সার্কিট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান আওয়ামি লিগের যুগ্ম সাধারণ সম্পাদক তথা তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. মাহমুদ।

আরও পড়ুন- চিনে ফের মাথা চাড়া দিচ্ছে করোনা ভাইরাস

অন্যদিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও জানান এই হামলার পিছনে পরিচিত কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের জড়িত থাকার প্রমাণ মিলেছে৷ ধৃতরা জেরায় তাঁদের নাম ফাঁস করেছেন বলেও জানান তিনি৷ খুব শীঘ্রই সেই সকল নাম প্রকাশ করা হবে৷ তবে তাঁর আগে আরও নিশ্চিত হতে চাইছে পুলিশ৷ তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সরাসরি বিএনপির ভাইস চেয়ারম্যানের দিকে আঙুল তুলে বলেন, তারেক রহমানের পরিকল্পনাতেই সারা দেশে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়েছিল। লণ্ডনে বসেই একমাস ধরে কুমিল্লা কাণ্ডের পরিকল্পনা করা হয়৷ প্রকাশ্যে জামাতের সঙ্গে বৈঠক করেছে বিএনপি৷ তাদের ষড়যন্ত্রেরই ফল এই হিংসা৷ তারেক রহমানই এই ঘটনার মাস্টারমাইন্ড৷ সেই সঙ্গে তিনি আরও বলেন, দুর্গা পুজোয় যারা হামলা চালিয়েছে, তাদের সকলকে খুঁজে বার করা হবে৷ 

তাঁর কথায়, এ দেশে সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে বিএনপি ও জামাতের মতো উগ্র মৌলবাদীরা৷ কারা অভিযুক্ত যুবকদের অর্থ দিয়ে এই কাজ করিয়েছে তার সবটাই প্রকাশ্যে আসবে৷ নোয়াখালিতে সাম্প্রদায়িক হিংসায় উস্কানি  দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিএনপির শাখা সংগঠন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়সল ইমাম ওরফে কমলকে৷ তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 14 =