কেন বাড়ছে জ্বালানি তেলের দাম? সুপ্রিম কোর্টে মামলা আইনজীবীর

৬ মার্চ থেকে ৮২ দিন টানা অপরিবর্তিত থাকার পর মহামারী পরিস্থিতিতেই ফের বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। গত ২৭ জুন ফের পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় কেন্দ্র। সরকারের এই সিদ্ধান্তে বিরোধীরা আগেই সরব হয়েছিলেন। সম্প্রতি কেরলের এক আইনজীবী এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করলেন।

 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  গত ১৬ মার্চ থেকে ৮২ দিন টানা অপরিবর্তিত থাকার পর মহামারী পরিস্থিতির মধ্যে ফের বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। গত ২৭ জুন ফের পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় কেন্দ্রয় সংস্থা৷ সরকারের এই সিদ্ধান্তে বিরোধীরা আগেই সরব হয়েছিলেন৷ বিশ্ববাজারে অপরিশোধিত তেল দাম কমা সত্ত্বেও কেন দেশের বাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম? সম্প্রতি কেরলের এক আইনজীবী এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন৷

গত আগস্ট মাসেও দিল্লিতে এই বিষয়ে একটি মামলা দায়ের হয়েছিল৷ কিন্তু কিছুদিন পর আবেদনকারী সেই মামলা তুলে নেন৷ বর্তমানে দেশজুড়ে ক্রমেই বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম৷ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৮৩.৫৭ টাকা আর ৭৬.৬৬ টাকা৷ অন্যদিকে দিল্লিতে এই দাম যথাক্রমে ৮২.০৮ টাকা ও ৭৩.১৬ টাকা৷ গত শনিবারও ডিজেলের দাম কমলেও লিটার প্রতি পেট্রোলের দাম থাকে একই৷ সেই দাম আজ মঙ্গলবারও একই রয়েছে৷

দেশজুড়ে দ্রুত গতিতে পেট্রো-পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে৷ সেই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কেরলের এক আইনজীবী৷ পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে বিরোধীরাও সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন৷ কংগ্রেস-তৃণমূল-টিডিপির মতো রাজনৈতিক দলগুলির পাশাপাশি একাধিক অরাজনৈতিক সংগঠনও এই ব্যাপারে সরকারের বিরোধীতা করে পথে নেমেছিল৷

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে৷ সেই অনুযায়ী নির্ধারিত করা হয়ে থাকে পেট্রল ও ডিজেলের দাম৷ কিন্তু এর উপর এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর উপভোক্তাদের প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয়৷ রোজ সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করে তেল সংস্থাগুলি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 15 =