বিজেপি বিরোধিতাই পাখির চোখ! মমতার হয়ে গলা ফাটাতে রাজ্যে আসতে পারেন কেজরিওয়াল

মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলেই তিনি আসতে তৈরি, জানিয়েছেন আপ নেতা

দিল্লি: ভোটমুখী বাংলায় চমক পরতে পরতে। কেন্দ্রীয় মন্ত্রী তথা নেতৃবৃন্দকে বাংলায় ভোট প্রচারে এনে আগেই ঝড় তুলেছে বিজেপি। অমিত শাহ, নরেন্দ্র মোদী ছাড়াও পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঘুরেছেন স্মৃতি ইরানি, যোগী আদিত্যনাথ আর রাজনাথ সিংয়েরা। বিধানসভা নির্বাচনের প্রথম দফার আর যখন মাত্র দিন চারেক বাকি, তখন বাইরে থেকে প্রচারের জোর বাড়তে পারে তৃণমূল শিবিরেও। 

পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী প্রচারে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভোটের আবহে আসতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এদিন এমনটাই জানা গেছে সূত্রের খবরে। আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক আগে থেকেই পরিচিত। এবার তাই সেই ‘দিদি’র হয়ে প্রচারে গলা আগ্রহী ‘ভাইয়া’ও। জানা গেছে, তৃণমূলের তরফ থেকে ডাকা হলেই বাংলায় প্রচারে আসতে রাজি কেজরিওয়ালসহ  আপ নেতারা। ভোট পূর্ববর্তী বাংলার উত্তপ্ত আবহে অরবিন্দ কেজরিওয়ালের মতো নেতার পদার্পণ নিঃসন্দেহে ঝাঁঝ বাড়াবে ঘাসফুলের, মনে করছে বিশেষজ্ঞ মহল। 

বস্তুত, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল, দুজনেই ভারতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী শক্তি হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ। দুই রাজ্যের প্রধান হিসেবে জনপ্রিয়তায় খামতি নেই কারোরই। দুজনেই নানা ইস্যুতে যাঁরা একে অপরের পাশে দাঁড়িয়েছেন। ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করতে দেখা গেছে এই দুই দলকে। পশ্চিমবঙ্গের নির্বাচনে এবার আপ নেতা রাজ্যে আসেন কিনা সেটাই দেখার। 

এ প্রসঙ্গে উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে দিল্লির বাইরেও নানা রাজ্যের নির্বাচনে প্রার্থী দিয়েছে আম আদমি পার্টি। শুধু তাই নয়, কোথাও কোথাও কয়েকটি আসনে জয়ের মুখও দেখেছে তারা। তবে বাংলায় গেরুয়া ভোটব্যাঙ্কে প্রভাবিত করার উদ্দেশ্যে কোনো প্রার্থী দিতে দেখা যায়নি আপকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 12 =