টাকা নয়ছয়! গ্রেফতার তৃণমূলের প্রাক্তন সাংসদ! নজরে বিদেশে টাকা পাচার

টাকা নয়ছয়! গ্রেফতার তৃণমূলের প্রাক্তন সাংসদ! নজরে বিদেশে টাকা পাচার

কলকাতা: আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার তৃণমূলের প্রাক্তন সাংসদ কে ডি সিং৷ দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করেছে ইডি৷ অ্যালকেমিস্ট গ্রুপের নামে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে তৃণমূলের এই প্রভাবশালী প্রাক্তন সাংসদের বিরুদ্ধে৷ রয়েছে বিদেশে টাকা পাচারের মতো অভিযোগ৷ অ্যালকেমিস্ট গ্রুপের বাজার থেকে বেআইনি ভাবে টাকা তোলার অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার করেছে ইডি৷

ইডি সূত্রে খবর, ২৩৯ কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা অ্যালকেমিস্ট গ্রুপের কর্ণধার কে ডি সিংয়ের বিরুদ্ধে৷ ইডি সূত্রে খবর, আর্থিক তছরুপ মামলায় তৃণমূল নেতাকে গতকাল থেকে জেরা করা হলেও তিনি সহযোগিতা করছিলে না বলে অভিযোগ৷ এড়িয়ে যাচ্ছিলেন প্রশ্ন৷ ফলে, তাঁকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিতে চাইছে ইডি৷ সূত্রের খবর, ১৫০ কোটি টাকার কোনও সন্ধান দিতে পারেননি তৃণমূলের এই প্রভাবশালী প্রাক্তন সাংসদ৷ ইডির অনুমান, ওই টাকা বিদেশে পাঠিয়ে থাকতে পারেন কেডি সিং৷ তৃণমূলের দাবি, প্রাক্তন সাংসদের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই৷ ইডি সূত্রে খবর, অ্যালকেমিস্ট কেলেঙ্কারির পাশাপাশি আবাসন কেলেঙ্কারির মতো কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে কেডি সিংয়ের বিরুদ্ধে৷

ইডি সূত্রের খবর,  কেডি সিংয়ের অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়ালটি সংস্থার বিরুদ্ধে ২০১৬ সালে প্রতম মামলা দায়ের করে তদন্ত শুরু করেছিল ইডি৷ সেবির অনুমতি ছাড়াই বাজার  থেকে ১ হাজার ৯১৬ কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে৷ তদন্তে নেমে ব্যাঙ্ক অ্যাকাউন্টসহ ২৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে রেখেছিল তদন্তকারী সংস্থা ইডি৷

তৃণমূলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকে অ্যালকেমিস্ট গ্রুপের নামে বাজার     থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷ এই নিয়ে তদন্ত শুরু হওয়ার পর নারদকাণ্ডে দলের অস্তস্তি বাড়ান তৃণমূলের প্রাক্তন এই সাংসদ৷ নারদ-কাণ্ডে সিবিআই কেডি সিংহ ও সাংবাদিক ম্যাথু স্যামুয়েলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷  করেছিল। তহেলকা সংবাদ সংস্থার মালিক হিসেবে কেডি সিং সাংবাদিক ম্যাথু স্যামুয়েলকে দিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে স্টিং অপারেশন করান৷ ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় কেডির নির্দেশে স্টিং অপারেশন হয় বলে অভিযোগ৷ সেই মামলা এখনও চলছে৷ কেডির নির্দেশে হওয়া সেই স্টিং যাঁদের বিরুদ্ধে করা হয়েছিল, তাঁদের অধিকাংশ এখন বিজেপিতে৷ নারদের তদন্ত চললেও অ্যালকেমিস্ট কাণ্ডে এবার গ্রেফতার হলেন তৃণমূলের রাজ্যসভা প্রক্তন সাংসদ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 1 =