পুরস্কারের টাকায় দাদার চিকিৎসা করানোর অঙ্গীকার, ১১ বছরের খুদের ভাবনায় মুগ্ধ বিগ বি

পুরস্কারের টাকায় দাদার চিকিৎসা করানোর অঙ্গীকার, ১১ বছরের খুদের ভাবনায় মুগ্ধ বিগ বি

মুম্বই:  কেবিসি-র হট সিটে বসে নানা প্রতিযোগীর নানা কাহিনি শোনেন বিগ বি৷ তাঁদের সঙ্গে অনেক সময় নিজের অভিজ্ঞতাও শেয়ার করেন৷ চলে নানা প্রশ্ন পর্ব৷ কিন্তু এই কাহিনি সত্যই মন ছুঁয়ে যায়৷ 

আরও পড়ুন- ভেঙেছে তিন-তিনবার বিয়ে, এবার কি অভিরূপের সঙ্গেও ভাঙল প্রেম? মুখ খুললেন শ্রাবন্তী

তাঁর বয়স মাত্র ১১ বছর। এত অল্প বয়সেই নিজের কাঁধে তুলে নিয়েছেন এক গুরু দায়িত্ব৷ তার বড় দাদা অটোইমিউনি রোগে আক্রান্ত৷ দাদাকে সারিয়ে তুলতে তৎপর ১১ বছরের ভাই বেদান্ত শর্মা। এত অল্প বয়সেই এই দায়িত্বজ্ঞান দেখে মুগ্ধ স্বয়ং অমিতাভ বচ্চন। 

আগামি ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো কৌন বনেগা ক্রোড়পতি জুনিয়র৷ তার আগে অনুষ্ঠানের একটি প্রোমো শেয়ার করেছে চ্যানেল কর্তৃপক্ষ৷ সেখানেই উঠে এসেছে ১১ বছরের ওই খুদে প্রতিযোগীর গল্প৷ সেখানে তাকে বলতে শোনা যায়, যদি সে এই শো থেকে মোটা টাকার পুরস্কার পায়, তাহলে সবার আগে দাদাকে সুস্থ করে তুলবে। ছোট ছেলেটির মুখে এত বড় কথা শুনে অবাক বিগ বি৷

কৌন বনেগা ক্রোড়পতি জুনিয়রে অংশ নেবে আট থেকে ১৫ বছর বয়সী প্রতিযোগীরা৷ কেবিসি জুনিয়রের প্রোমো প্রকাশ্যে আসতেই তা শোরগোল ফেলেছে। ওই শোয়ে দর্শকের আসনে উপস্থিত হয়েছিলেন বেদান্তর বাবাও। ছেলের মুখে ওই কথা শুনে বাধ মানেনি তাঁর দু’চোখের জল৷ এই আবেগঘন মুহূর্তের মধ্যেও  বেদান্তর ডাক নাম শুনে একেবারে হেসে খুন বিগ বি। সব মিলিয়ে কান্না হাসির মেলবন্ধনে সুপারহিট কৌন বনেগা ক্রোড়পতি জুনিয়র৷