বড় ধাক্কা প্রদেশ কংগ্রেসে! ‘হাত’ ছাড়লেন কৌস্তভ! লোকসভার আগেই কি বিজেপিতে যোগ?

বড় ধাক্কা প্রদেশ কংগ্রেসে! ‘হাত’ ছাড়লেন কৌস্তভ! লোকসভার আগেই কি বিজেপিতে যোগ?

kaustav bagchi

কলকাতা: রাজ্যে হাত শিবিরে বড় ধাক্কা৷ কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী৷ কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে, দলের প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক গুলাম আহমেদ মীরকে ই-মেল করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন কৌস্তভ। লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলেও ইঙ্গিত দিয়ে রাখলেন কৌস্তভ।

কংগ্রেস ছাড়ার কারণও চিঠিতে তিনি উল্লেখ করেছেন৷ কৌস্তভ লিখেছেন, আত্মসম্মান খুইয়ে তিনি কংগ্রেসের সঙ্গে থাকতে চান না। তবে তিনি মাথা মুণ্ডন করে তৃণমূল সরকারকে বাংলা থেকে উৎখাত করার প্রতিজ্ঞা করেছিলেন৷ কংগ্রেস ছাড়লেও সেই প্রতিজ্ঞা থেকে তিনি সরবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন৷ আগামী দিনেও যে তিনি রাজনীতির মধ্যেই বাঁচবেন, সেই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন আইনজীবী কৌস্তভ বাগচী৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 5 =