কাশ্মীরে সন্ত্রাস পুরো নির্মূল করতে নতুন পদক্ষেপ কী? জানালেন শাহ

নিজস্ব প্রতিনিধি:  জম্মু-কাশ্মীর থেকে সন্ত্রাস পুরোপুরি নির্মূল করতে হবে। সাফ করতে হবে সন্ত্রাসবাদীদের। যে বিষয়টিকে বহুদিন ধরেই পাখির চোখ করেছে কেন্দ্র। এবার উপত্যকা থেকে সন্ত্রাসকে…

Amit Shah Durga Puja visit অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি:  জম্মু-কাশ্মীর থেকে সন্ত্রাস পুরোপুরি নির্মূল করতে হবে। সাফ করতে হবে সন্ত্রাসবাদীদের। যে বিষয়টিকে বহুদিন ধরেই পাখির চোখ করেছে কেন্দ্র। এবার উপত্যকা থেকে সন্ত্রাসকে পুরোপুরি নির্মূল করতে নতুন এক ভাবনার কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানালেন জম্মু-কাশ্মীরে এবার থেকে জঙ্গি পরিবারের কোনও সদস্য সরকারি চাকরি পাবেন না। শুধু জঙ্গি পরিবারের সদস্যই নয়, পাথর ছোঁড়ার ঘটনাতেও কেউ যুক্ত থাকলে একই নিয়ম প্রযোজ্য হবে।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শাহ বলেছেন, “জম্মু-কাশ্মীরে সন্ত্রাসের পরিবেশ পুরোপুরি মুছে দিতে হবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, যদি কেউ কোনও সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকে সেক্ষেত্রে তার পরিবারের সদস্যরা আগামী দিনে সরকারি চাকরি পাবেন না। এছাড়া জম্মু-কাশ্মীরের কোনও ব্যক্তি পাথর ছোঁড়ার ঘটনায় যুক্ত থাকলেও তার পরিবারের সদস্যদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কেন্দ্রীয় সরকার এভাবেই সন্ত্রাসের পরিবেশ মুছে দিতে চায়। কাশ্মীর সংক্রান্ত কেন্দ্রের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে কয়েকটি মানবাধিকার সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু আমাদের সিদ্ধান্তই সেখানে মান্যতা পেয়েছে।” সেই সঙ্গে শাহ এটাও জানিয়েছেন যে, কোনও ব্যক্তি আগে সরকারি চাকরি পেয়ে থাকলে পরবর্তীকালে তাঁর পরিবারের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে সেই চাকরি বাতিল হবে না।

এর পাশাপাশি সন্ত্রাস নির্মূল করার লক্ষ্যে কেন্দ্র আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে উপত্যকায়। এ বিষয়ে শাহ বলেন,”আগে দেখা গিয়েছে কাশ্মীরে কোনও জঙ্গির মৃত্যু হলে তার শেষকৃত্য সম্পন্ন করা হতো যথেষ্ট জৌলুসের সঙ্গে। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি ধর্মীয় নিয়ম মেনে ওই জঙ্গির সৎকার হবে অন্য কোনও স্থানে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন তাঁরা জঙ্গিদের মূল স্রোতে ফেরাতে চান।

এ বিষয়ে তিনি বলেন, “জঙ্গিদের নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলার পর তাকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়। তার পরিবারের সদস্যদের সেখানে এনে আত্মসমর্পণের বার্তা দেওয়া হয়। কিন্তু এরপরেও যদি সেই জঙ্গি আত্মসমর্পণ করতে রাজি না হয় তাহলে পরবর্তী কঠোর পদক্ষেপ তো করতেই হবে।” এভাবেই উপত্যকায় জঙ্গি কার্যকলাপ আগের চেয়ে অনেকটাই কমেছে বলে তিনি দাবি করেছেন। শাহের দাবি,”২০১৮ সালে ২২৮টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল জম্মু-কাশ্মীরে। এ বছরে তা পঞ্চাশ শতাংশ কমে গিয়েছে। আর জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) যেভাবে কড়া পদক্ষেপ করছে তা অত্যন্ত প্রশংসনীয়। সেই কারণেই কাশ্মীরে জঙ্গিদের অর্থের জোগান কার্যত পুরোটাই বন্ধ হয়ে গিয়েছে।”

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন স্বাভাবিকভাবেই তাকে স্বাগত জানাচ্ছে সব মহল। কারণ সকলেই চাইছেন কাশ্মীর পুরোপুরি সন্ত্রাস মুক্ত হোক। তাহলে পর্যটকরা আরও নিশ্চিন্তে কাশ্মীর ভ্রমণে যেতে পারবেন। এতে উপকৃত হবেন উপত্যকাবাবাসী। এর ফলে তাঁদের রোজগার আরও বেড়ে যাবে। সবমিলিয়ে পর্যটন দুনিয়ায় নতুন দিগন্ত খুলে যাবে।

লোকসভা ভোটের সব খবর জানতে এখানে ক্লিক করুন

Politics: Amit Shah unveils new measures to eradicate terrorism in Kashmir, including denying government jobs to families of terrorists and stone-pelters. Learn about these initiatives and their potential impact on peace and tourism in the region.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *