মেয়ের বিয়ের খরচ জোগাবে LIC-র নয়া পলিসি, পড়ুন বিস্তারিত

মেয়ের বিয়ের খরচ জোগাবে LIC-র নয়া পলিসি, পড়ুন বিস্তারিত

8701a7c0eefc993daf55e62b919b571a

নয়াদিল্লি: গ্রাহক টানতে একের পর আকর্ষণীয় অফার দিয়েই চলছে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি৷ এবার কন্যাদায়গ্রস্ত পিতাদের জন্য বিশেষ বিমা পলিসি চালু করতে চলেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা লাইফ ইনশিওরেন্স কর্পোরেশন বা এলআইসি৷

নয়া এই পলিসিতে দৈনিক ১২১ টাকা জমা করলে ২৫ বছরে ২৭ লক্ষ টাকা জোগাবে এলআইসি৷ কন্যা সন্তান জন্মের পর তার ভবিষ্যতের কথা মাথায় রেখে যেকোনও অভিভাবক এই সঞ্চয় প্রকল্পে অংশ নিতে পারেন৷

মেয়ের বিয়ের জন্য বিপুল পরিমাণ খরচের কথা ভাবে চিন্তিত হয়ে পড়েন অধিকাংশ নিম্ন মধ্যবিত্ত পরিবার৷ সেই সমস্ত  কন্যাদায়গ্রস্ত পিতাদের জন্য মুশকিল আসানে ‘কন্যাদান যোজনা’ নামের একটি পলিসি বাজারে এসেছে এই জাতীয় বিমা সংস্থা৷

কী সুবিধা পাওয়া যাবে এই ‘কন্যাদান যোজনা’ পলিসিতে?

জানা গিয়েছে, এই পলিসির মূল শর্ত দৈনিক ১২১ টাকা জমা করাতে হবে ২২ বছর পর্যন্ত৷ ২৫ বছরে ২৭ লক্ষ টাকার ব্যবস্থা করে দেবে বিমা সংস্থা৷ পলিসি চালু করার পরে গ্রাহকের মৃত্যু হলে তাঁর পরিবারকে আর কোনও টাকা দিতে হবে না৷ বছরে ওই পরিবারকে ১ লক্ষ টাকা বোনাস ও ২৫ বছর পর পলিসির নমিনির ২৭ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়া হবে৷ এই পলিসি করতে হবে গ্রাহকের বয়স হতে হবে  ৩০ বছর৷ কন্যা সন্তানের বয়স অন্তত ১ বছর হতে হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *