ভিডিয়ো কলেই নিকাহ কবুল, কানপুরের কনের সঙ্গে বিয়ে সারলেন জার্মানির বর

ভিডিয়ো কলেই নিকাহ কবুল, কানপুরের কনের সঙ্গে বিয়ে সারলেন জার্মানির বর

kanpur

কলকাতা: অনলাইনের জমানা৷ ঘরে বসে কেনাকাটা থেকে খাবারের জোগার, সবটাই হচ্ছে এক ক্লিকে৷ কিন্তু, তা বলে বিয়ে! হ্যাঁ, এমনটাই ঘটল দেশে৷ অনলাইনেই মিটল  বিয়ের পর্ব। হবু কনে ছিলেন কানপুরের মসজিদে, হবু বর মহম্মদ হাসান তখন জার্মানিতে। অনলাইনেই বিয়ে সারলেন তাঁরা দু’জনে। মুফতি সাহেবের নিকাহ পড়া থেকে যাবতীয় আচার-অনুষ্ঠান- সবটাই অনলাইনে সারলেন। কোভিডের সময়ে এমন কিছু ঘটনা শোনা গিয়েছিল ঠিকই, তবে কোভিড পরবর্তী সময়ে এমন ঘটনা বিরল৷ 

কর্মসূত্রে জার্মানির বাসিন্দা হোসেন। এই মুহূর্তে তাঁর পক্ষে ভারতে আসা সম্ভব নয়৷ এমতাবস্থায় এই সমস্যা নিয়ে মুফতি সাহেবের সঙ্গে কথা বলেন বর-কনের বাবা-মা। মুফতি সাহেবই তাঁদের অনলাইনে বিয়ে করানোর প্রস্তাব দেন। মুফতি সাহেবের প্রস্তাবে রাজি হয়ে যায় দুই পরিবারই৷  অনলাইন নিকাহ পর্বে বর-কনে আর মুফতি সাহেব তো বটেই, উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরাও৷ বিয়ের পর দুই বাড়িতেই ঘটা করে চলে ভোজ পর্ব। অনলাইনেই নবদম্পতিকে আশীর্বাদ করেন পরিবারের গুরুজনেরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =