শিবসেনার ‘লেজে পা’! কঙ্গনার সুরক্ষায় Y+ নিরাপত্তা স্বরাষ্ট্রমন্ত্রকের

সঞ্জয় রাউত এর মুম্বই এ ঢুকতে না দেওয়ার কথায় বলি-কুইন অভিনেত্রীকে  Y+ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হবে বলে জানালো স্বরাষ্ট্রমন্ত্রক। পাশাপাশি মন্ত্রক তরফে বলা হয়েছে, নিরাপত্তায় কঙ্গনা'র সঙ্গে থাকবেন তিনটি শিফট মিলিয়ে ৩ জন ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক ও  ১০ থেকে ১১ জন কম্যান্ডো। পাশাপাশি বাড়িতেও অভিনেত্রীকে নিরাপত্তা দেওয়া হবে।

 

নয়াদিল্লি: শিবসেনার সঙ্গে বলি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বাক যুদ্ধ চলছে বেশ কয়েকদিন ধরে। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত কঙ্গনাকে ‘হারামখোর’ তকমা দেওয়ায় অভিনেত্রী সঞ্জয়ের বিরুদ্ধে টুইটারে সরব হয়েছিলেন৷ কঙ্গনাকে মুম্বইয়ে ঢুকতে দেওয়া হবে না বলেও করে আশঙ্কা৷ অভিনেত্রীকে মেরে মুখ ভেঙে দেওয়া হবে বলেও শিবসেনার এই সাংসদ দাবি করেছেন বলেও উল্লেখ করেন কঙ্গনা৷  শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কঙ্গনা বলেছিলেন, ৯ তারিখ দেখা হবে মুম্বইয়ে৷ কে তাঁর পথ আটকায়, তা তিনি দেখতে চান বলেও দিয়েছেন হুঁশিয়ারি৷ শিবসেনার বিরুদ্ধে সরব হওয়ার পর এবার অভিনেত্রীর পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷

বলি-কুইন অভিনেত্রী কঙ্গনাকে  Y+ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হবে বলে জানালো স্বরাষ্ট্রমন্ত্রক। পাশাপাশি মন্ত্রক তরফে বলা হয়েছে, নিরাপত্তায় কঙ্গনার সঙ্গে থাকবেন ৩টি শিফট মিলিয়ে ৩ জন ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক ও  ১০ থেকে ১১ জন কম্যান্ডো রাখা হবে৷ পাশাপাশি বাড়িতেও অভিনেত্রীকে নিরাপত্তা দেওয়া হবে বলে জানানো হয়েছে৷ 

এরপরই অভিনেত্রী কঙ্গনা রানাউত টুইটারে লেখেন, ‘‘প্রমাণ হয়ে গেল কোনও ফ্যাসিবাদী শক্তি জাতীয়তাবাদী কণ্ঠকে রোধ করতে পারবে না।’’ কঙ্গনা অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন৷ পাশাপাশি ভারতের মেয়েদের আত্মসম্মান রক্ষা করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনেত্রী কুর্নিশ জানিয়েছেন। এই বিষয়ে হিমাচল প্রদেশের ডিজিপি সঞ্জয় কুণ্ডু সংবাদমাধ্যমে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের নির্দেশে কঙ্গনার কতটা ঝুঁকি আছে, তা বিশ্লেষণ করার পর স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হয়৷ তারপর মন্ত্রকের তরফে অভিনেত্রীকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কঙ্গনার পুরোনো বাড়ি মান্ডিতে থাকলেও বর্তমানে তিনি হিমাচলের মানালিতেই বসবাস করেন। তিনি প্রকাশ্যে আগামী ৯ তারিখ মুম্বইয়ে ফেরার কথা জানিয়েছিলেন। গতকাল হিমাচলের মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের মেয়েকে নিরাপত্তা দেওয়া তাঁদের কর্তব্যের মধ্যে পড়ে। পাশাপাশি তিনি জানান, কঙ্গনার বাবা নিরাপত্তার জন্য অনুরোধ করেছিলেন সরকারের কাছে।

রবিবার, টুইটারের ওই ভিডিওটিতে কঙ্গনা শিবসেনা সাংসদ সঞ্জয়কে উল্লেখ করে বলেছিলেন, ‘‘দেশের অস্তিত্ব রক্ষা করতে এর আগেও অনেকবার রক্ত ঝড়েছে। আপনি আমাকে ঢুকতে দেবেন না বলেছেন, আমি প্রস্তুত রক্ত ঝড়াতে৷ তাহলে দেখা হচ্ছে ৯ তারিখ৷’’ পাশাপাশি সঞ্জয়ের কুৎসিত মন্তব্যের জন্যে অভিনেত্রী তাঁর মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন৷ অভিনেত্রী বলেছিলেন, ‘‘ভারতে প্রতিদিন, প্রতি মুহূর্তে যে ধর্ষণ হয়, তার জন্যে আপনার মতো এই মানসিকতাই দায়ী৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *