দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত দু’টি কামরা, মৃত অন্তত পাঁচ

 ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস Kanchanjunga Express accident ভয়াবহ দুর্ঘটনার কবলে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় লাইন থেকে ছিটকে গিয়েছে ট্রেনের পিছনের দিকের দু’টি কামরা৷…

 ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস Kanchanjunga Express accident

ভয়াবহ দুর্ঘটনার কবলে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় লাইন থেকে ছিটকে গিয়েছে ট্রেনের পিছনের দিকের দু’টি কামরা৷ দুর্ঘটনায় আহত বহু যাত্রী৷  এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে৷

পাঁচ জন যাত্রীর দেহ উদ্ধার Kanchenjunga Express Train Accident

পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত পাঁচ জন যাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। বহু মানুষ দুর্ঘটনাগ্রস্ত কামরার মধ্যে আটকে রয়েছেন। দুমড়ে-মুচড়ে যাওয়া একটি বগি থেকে এখনও পর্যন্ত উদ্ধারকাজ শুরু করাই সম্ভব হয়নি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷ এদিকে, শিলিগুড়িতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ফলে উদ্ধার কাজেও বেগ পেতে হচ্ছে। যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে, কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের সেটাই মেন লাইন৷

দুমড়ে মুচড়ে গিয়েছে এক্সপ্রেসের দুটি কামরা

স্থানীয় সূত্রের খবর, সোমবার শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছনোর আগেই দুর্ঘটনাটি ঘটে৷ তবে কী ভাবে দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ডাউন ট্রেনটি এনজেপি স্টেশন ছেড়ে রাঙাপানি ঢোকার আগে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে ছিল৷ সেই সময়ই পিছন দিক থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে এই এক্সপ্রেস টেনের দুটো বগি লাইন থেকে ছিটকে গিয়ে উল্টে যায়। দুমড়ে মুচড়ে গিয়েছে এক্সপ্রেসের দুটি কামরা। প্রচণ্ড শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান তাঁরাই৷ তড়িঘড়ি অকুস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল ও পুলিশ৷

স্থানীয়েরা উদ্ধারকাজে হাত লাগিয়েছেন

দুর্ঘটনাস্থল থেকে যে ছবি পাওয়া যাচ্ছে, তাতে দেখা গিয়েছে, ট্রেন থেকে ছিটকে যাওয়া কামরা দু’টি দুমড়ে-মুচড়ে গিয়েছে। একটি কামরা লাইন থেকে উপরের দিকে উঠে রয়েছে। তার নীচে ঢুকে রয়েছে মালগাড়ির কামরা। স্থানীয়েরা উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার খবর জানতে পেরেই উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘‘ দার্জিলিঙ জেলার ফাঁসিদেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবরে আমি মর্মাহত। এখনও বিস্তারিত খবর জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ি ধাক্কা মেরেছে৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে জেলাশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স৷  যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করা হয়েছে।’’

খোলা হয়েছে কন্ট্রোলরুম

এখনও পর্যন্ত ২০ জন আহতকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যন্ত এলাকায় দুর্ঘটনা ঘটেছে৷ সেখান থেকে হাসপাতালের দূরত্বও অনেকটা দূর। তাই আগে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হচ্ছে। তবে দুমড়ে মুচড়ে যাওয়া কামরা থেকে এখনও পর্যন্ত কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি৷ কামরার ভিতর থেকে ভেসে আসছে আর্তনাদ। ইতিমধ্যেই খোলা হয়েছে কন্ট্রোলরুম৷

রেলের তরফ থেকে যে হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে, সেগুলো হল-

Helpline No. GHY Station 03612731621 03612731622 03612731623
LMG helpline no. 03674263958 03674263831 03674263120 03674263126 0367426385
Help line Number at Katihar 09002041952 9771441956
EmergencyNJP+916287801758

আরও পড়ুন-

যান্ত্রিক ত্রুটি না সিগন্যাল বিভ্রাট? কী ভাবে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আটকে আপনার পরিচিত কেউ! কীভাবে খবর

দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত দু’টি

 

Get the latest news and updates on the Kanchanjunga Express train accident in Siliguri. Learn about the cause of the collision and the extent of the damage.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *