চতুর্থীতে রং মিলান্তি কাঞ্চন-শ্রীময়ী, পুজোয় তাঁরা ‘আমি’ থেকে ‘আমরা’

চতুর্থীতে রং মিলান্তি কাঞ্চন-শ্রীময়ী, পুজোয় তাঁরা ‘আমি’ থেকে ‘আমরা’

কলকাতা:  বিস্তর বিতর্ক, গুঞ্জনের মাঝেই পুজোয় এক ফ্রেমে বন্দি হলেন তাঁরা৷ যা তাঁদের সম্পর্কের জল্পনা আরও উস্কে দিল বৈকি৷ যদিও সে সবে কখনই কান দেননি তাঁরা৷ কথা হচ্ছে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজকে নিয়ে৷ দুর্গা পুজোয় রঙ মিলান্তি মেজাজে হাসিমুখে ক্যামেরার লেন্সি ধরা দিলেন দুই টলিউড অভিনেতা-অভিনেত্রী৷ একফ্রেমে বন্দি হয়েই ক্ষান্ত হননি, সঙ্গে জুড়লেন ক্যাপশন৷  সেখানেও আবার চমক! সদর্পে আমি থেকে ‘আমরা’ হয়ে উঠলেন তাঁরা৷ (kanchan mullick)

এবার পুজোর এক্কেবারে ভিন্ন মেজাজে রং মিলান্তি পোশাকে ধরা দিলেন কাঞ্চন-শ্রীময়ী। পুজোয় যেন প্রেমের রং লেগেছে তাঁদের মনে৷ উৎসবের আমেজে তাই লাল রংকেই বেছে নিয়েছেন তারকাযুগল। মহালয়া থেকেই শহরজুড়ে পুজোর গন্ধ। প্রথমা থেকেই কলকাতার রাজপথে বইছে জনজোয়ার। কলকাতার জুড়ে শুধুই এখন উৎসবের মাদকতা। আমজনতার পাশাপাশি তারকারাও দুর্গাপুজোর আমেজে গা ভাসিয়েছেন। এই সময় সেলিব্রিটিদের বাড়তি ব্যস্ততা থাকে৷ কেউ পুজোর মুখ, কেউ আবার মণ্ডপে হাজির হন বিশেষ অতিথি হিসেবে৷ ব্যতিক্রমী নন কাঞ্চন-শ্রীময়ীও। টলিপাড়ায় তাঁরা ‘চর্চিত প্রেমিক যুগল’৷ তহে এদিন ‘কাঞ্চনদা’র হাত ধরে অভিনেত্রী হাজির হয়েছিলেন এক পুজোর উদ্বোধনে। সেখানেই এক ফ্রেমে বন্দি হন তাঁরা৷ 

চতুর্থীর বিকেলে তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক হাজির হয়েছিলেন রাজ্যের সেচমন্ত্রীর বাড়িতে। যিনি নিজেও এখন তারকা। রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’-এর দৌলতে ‘হ্যালো বাবু’কে এখন কে না চেনেন। তিনি আর কেউ নন, পার্থ ভৌমিক। তাঁর পুজোতেই জুটিতে আমন্ত্রিত ছিলেন রাজনৈতিক সতীর্থ কাঞ্চন মল্লিক এবং তাঁর ‘বান্ধবী’ শ্রীময়ী চট্টরাজ। এদিন শ্রীময়া পরেছিলেম লাল রঙের সালোয়ার৷ কাঞ্চনকে দেখা গেল লাল পাঞ্জাবিতে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *