‘হাত’ ছেড়ে ‘পদ্মে’ কমল? এক্স হ্যান্ডলে ‘কংগ্রেস’ পরিচয় মুছলেন সাংসদ পুত্র নকুল

‘হাত’ ছেড়ে ‘পদ্মে’ কমল? এক্স হ্যান্ডলে ‘কংগ্রেস’ পরিচয় মুছলেন সাংসদ পুত্র নকুল

kamal nath

ভোপাল: লোকসভা নির্বাচনের আগে একের পর এক ধাক্কা কংগ্রেস শিবিরে। ইতিমধ্যেই হাত ছেড়ে কমল ধরেছেন মিলিন্দ দেওরা, অশোক চহ্বান, বাবা সিদ্দিকি থেকে লাল বাহাদুর শাস্ত্রীর নাতি প্রভাকর শাস্ত্রীর মতো তাবড় নেতারা। এবার ঝড় তুলে কংগ্রেস ছাড়চে চলেছেন মধ্য় প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ নেতা কমল নাথ। সূত্রের খবর, আজই কংগ্রেস থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি। দিল্লি গিয়ে যোগ দেবেন বিজেপিতে। তবে একা কমল নাথ নন, বিজেপি’তে যাচ্ছেন তাঁর পুত্র নকুল নাথও৷ নিজের এক্স হ্যান্ডল থেকে ‘কংগ্রেস’ পরিচয় মুছে দিয়েছেন নকুল। ইতিমধ্যেই সপুত্র দিল্লিতে পৌঁছে গিয়েছেন কমল নাথ। চলতি সপ্তাহেই কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বাণ। এ বার সেই পথেই পা বাড়েলন সপুত্র কমল নাথ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 3 =