মধ্যশিক্ষা পর্ষদে সভাপতি বদল! অসুস্থ কল্যাণময় গঙ্গোপাধ্যায়

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে সরানো হল কল্যাণময় গঙ্গোপাধ্যায়'কে। দীর্ঘদিন ধরে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। পর্ষদের প্রাথমিক কাজকর্মে তাঁর অনুপস্থিতিতে বাধা আসছিল। তাই তাঁকে সরিয়ে দিয়ে সেখানে আপাতত অতিরিক্ত হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে কার্তিকচন্দ্র মান্নাকে।

 

কলকাতা: পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে সরানো হল কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। দীর্ঘদিন ধরে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। পর্ষদের প্রাথমিক কাজকর্মে তাঁর অনুপস্থিতিতে বাধা আসছিল। তাই তাঁকে সরিয়ে দিয়ে সেখানে আপাতত অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কার্তিকচন্দ্র মান্নাকে৷ যদিও পর্ষদের ওয়াবসাইটে এখনও কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম অপরিবর্তিত রয়েছে৷

কার্তিকচন্দ্র মান্না বর্তমানে কলকাতা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি৷ কল্যাণময়বাবু দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। পর্ষদের কাজেও ঠিক মতো যোগ দিতে পারছিলেন না। এদিকে পর্ষদ নতুন শিক্ষাবর্ষ শুরু করার জন্য কর্মসূচি গ্রহণ করেছে। কিন্তু কল্যাণময় বাবুর অনুপস্থিতিতে সেই কাজ আটকে যাচ্ছিল প্রতি পদক্ষেপেই। পাশাপাশি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের শিক্ষা সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত আটকে যাচ্ছিল। কেননা পর্ষদের নিয়মানুযায়ী, সমস্ত সিদ্ধান্তেই সভাপতির অনুমোদন দরকার হয়।

এদিকে কল্যাণময় বাবুর দীর্ঘ দিনের অনুপস্থিতিতে সেই কাজ অগ্রসর হতে পারছিল না। তাই পর্ষদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে কলকাতা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি কার্তিকচন্দ্র মান্নাকে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অতিরিক্ত বা ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে বসানো হল। আপাতত পর্ষদে কল্যাণবাবুর যা কাজ তা সামলাবেন কার্তিক বাবু। একইসঙ্গে তাঁকে নিজের বর্তমান পদের দায়িত্বও সামলাতে হবে। সংবাদমাধ্যমে কার্তিকবাবু জানিয়েছেন, অফিসিয়াল ভাবে এখনও তাঁকে কিছু জানানো হয়নি এই ব্যাপারে। যদিও পরে কল্যাণবাবু সুস্থ হয়ে ফিরলে তিনি কবে থেকে আবার নিজের পদে ফিরে যাবেন, তা নিয়ে কিছু জানা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 9 =