ব্রেকিং: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়

ব্রেকিং: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়

kalyanmoy gangopadhyay

কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের জামিন৷ এবার জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। এর আগে জামিন পেয়েছিলেন মিডলম্যান প্রসন্ন রায়৷ তাঁকে জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ তবে কলকাতা হাই কোর্ট থেকে জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷

নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের স্ত্রী জামিনে মুক্ত হওয়ার পর কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন পাওয়ার বিষয়টি নিঃসন্দেহে বড় বিষয়। কারণ, নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর প্রত্যক্ষ যোগ মিলেছিল৷ বারবার উঠে এসেছে তাঁর নাম। তবে বুধবার তাঁকে শর্ত সাপেক্ষেই মুক্তি দেয় জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। এর বিনিময়ে তদন্তে সহযোগিতা করতে হবে প্রাক্তন পর্ষদ সভাপতিকে৷ এছাড়া কলকাতা পুরসভা এলাকায় ছেড়ে বেরতে পারবেন না তিনি৷ বিধাননগর কমিশনারেট এবং পার্ক স্ট্রিট থানা এলাকায় তাঁর প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাই কোর্ট আরও জানিয়েছে, তাঁর কাছে পাসপোর্ট থাকলে তা নিম্ন আদালতে জমা করতে হবে কল্যাণময়কে৷ 

এদিন সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলো উচ্চ আদালত৷ হাই কোর্ট তার পর্যবেক্ষণে জানায়, প্রায় ১৪ মাস জেল বন্দি রয়েছে কল্যাণময়৷ অথচ সিবিআই এখনও তাদের তদন্তপ্রক্রিয়া শেষ করতে পারেনি। কেন এক জন অভিযুক্তকে এত দিন বন্দি রাখা হবে? সেই সদুত্তর দিতে পারেনি তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, স্কুলে গ্ৰুপ-সি এবং গ্ৰুপ-ডি  নিয়োগ মামলায় কল্যাণময়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। অযোগ্যদের চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর নামে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 6 =