কল্যাণ যা করেছেন, সেটা হালকা চালে, বললেন মুখ্যমন্ত্রী, তবে বাদ পড়লেন মোদী-মমতা বৈঠক থেকে

কল্যাণ যা করেছেন, সেটা হালকা চালে, বললেন মুখ্যমন্ত্রী, তবে বাদ পড়লেন মোদী-মমতা বৈঠক থেকে

kalyan banerjee

কলকাতা: ঠিক ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে তৃণমূলের প্রতিনিধি দলে থাকবেন তিনিও৷ তালিকায় তাঁর নামও ছিল। কিন্তু বুধবার দেখা গেল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের প্রতিনিধিদল। রাজ্যের বকেয়া পাওনা ও বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের ১১ জন সাংসদ দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সেই দলে কল্যাণ না থাকায় অনেকেই মনে করছেন, রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে নকল করেই বাদ পড়েছেন শ্রীরামপুরের সাংসদ৷ বিতর্কে জড়ানো কল্যাণকে ইচ্ছা করেই বাদ দিয়েছেন মমতা৷ যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘‘কোনও অসম্মানের উদ্দেশে নয়। কল্যাণ যাটা করেছেন সেটা হালকা চালে’’ তবে সেই কারণেই কল্যাণ প্রতিনিধি দল থেকে বাদ পড়েছেন কিনা, সে বিষয়ে স্পষ্ট করেননি মমতা। তবে এদিন কল্যাণের বদলে প্রতিনিধিদলের সঙ্গে যান রাজ্যসভায় তৃণমূল সাংসদ নাদিমুল হক।

প্রসঙ্গত, সোমবার সংসদের দুই কক্ষেই বিরোধী সাংসদদের গণহারে সাসপেন্ড করা হয়৷ মঙ্গলবারও দেখা যায় একই ট্রেন্ড। এর মধ্যেই নতুন সংসদ ভবনের মকরদ্বারের সামনে জমায়েত করেন বিরোধী সাংসদরা৷ সেখানেই কল্যাণ জগদীপ ধনকড়ের কথা বলার ধরন, শরীরী ভাষা নকল করেন বলে অভিযোগ ওঠে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 9 =