kalighater kaku
কলকাতা: বুধবার মাঝরাতে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে কণ্ঠস্বর পরীক্ষা করা হয় নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর। বিশেষজ্ঞদের উপস্থিতিতে তাঁর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হয়। এবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হলেন ‘কাকু’৷ অভিযোগ, তাঁকে মামলায় যুক্ত না করেই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছে আদালত। এখনও পর্যন্ত কোনও নির্দেশনামা তিনি হাতে পাননি৷ আদালতে কাকুর আইনজীবী বলেন, ‘‘যদি নির্দেশের কোনও কপিই না আসে তাহলে কী ভাবে তা চ্যালেঞ্জ করা সম্ভব?’ যেহেতু সুজয় এই বিষয়টি নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তাই তার ভয়েস স্যাম্পেল নেওয়া হলেও তা তদন্তের কাজে ব্যবহার করা যাবে না। কাকুর আইনজীবীর এই যুক্তির প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ জানায়, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গিয়ে নির্দেশনামার কপির জন্য আবেদন করতে হবে।