ICU থেকে বেরলেন ‘কালীঘাটের কাকু’, ইডি চায় এসএসকেএম থেকে বার করতে

ICU থেকে বেরলেন ‘কালীঘাটের কাকু’, ইডি চায় এসএসকেএম থেকে বার করতে

income tax

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ দীর্ঘদিন ধরেই এসএসকেএম হাসপাতালে ভর্তি। হঠাৎ করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার তাঁকে পাঠানো হয়েছিল এসএসকেএম-এর আইসিইউতে৷ মঙ্গলবার রাতে সেখান থেকে বার করে জেনারেল বেজে দেওয়া হয়েছে কাকুকে৷ জানা গিয়েছে, তাঁর শারীরিক পরিস্থিত এখন স্থিতিশীল এবং তিনি নিজের কেবিনেই রয়েছেন৷ যদিও তাঁর এই ‘সুস্থতা’ আশ্বস্ত করতে পারছে না ইডির আধিকারিকদের৷ 

কারণ, ‘কালীঘাটের কাকু’ যে বারবার অসুস্থ হয়ে পড়ছে, সেটাই ভাবাচ্ছে ইডিকে। তাঁর চিকিৎসা নিয়েই নতুন করে চিন্তা শুরু করেছে ইডি। প্রয়োজনে ‘কালীঘাটের কাকু’কে এসএসকেএম থেকে বার করে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া যায় কি না, সে বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। সূত্রে খবর, এ ব্যাপারে আইনি পরামর্শও নিতেও শুরু করে দিয়েছেন ইডির অফিসাররা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =