kalighater kaku
কলকাতা: কলকাতা হাই কোর্টে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলল ইডি৷ কালীঘাটের কাকু কতটা অসুস্থ, তা নিয়ে এর আগেও সন্দেহ প্রকাশ করেছে কেন্দ্রীয় সংস্থা৷ এই বিষয়টা তাদের কাছে স্পষ্ট নয় বলেও উল্লেখ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ কোনওভাবেই এসএসকেএম-এ ভর্তি কাকুর কণ্ঠের নমুনা নিতে পারছেন না তাঁরা। শুক্রবার সুজয়কৃষ্ণ ভদ্রের জামিন মামলায় আরও একবার উঠল তাঁর অসুস্থতার প্রসঙ্গ৷ সুজয়কৃষ্ণের জামিন সংক্রান্ত মামলায় ইডির দাবি, এসএসকেএম-এ ‘কাকু’র মেডিক্যাল রিপোর্ট বিকৃত করা হচ্ছে। আগামীকাল কাকুকে নিয়ে যাওয়া হবে ইএসআই হাসপাতালে। অন্তর্বর্তী জামিনের শুনানি রয়েছে ১৯ ডিসেম্বর। ওই দিন নিয়োগ দুর্নীতিতে ধৃত কাকুর শারীরিক অবস্থার রিপোর্ট দিতে হবে ইডিকে।
ইডির আইনজীবী ফিরোজ এডুলজি এধিন বলেন, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কোনও অন্তর্বর্তীকালীন জামিন নয়, জামিনের বিষয় বিচার করতে হবে। সংবাদ মাধ্যমের ক্যামেরায় স্পষ্ট দেখা গিয়েছে, সোফায় বসে গল্প করছেন সুজয়কৃষ্ম৷ অথচ এসএসকেএম বলছে তিনি অসুস্থ৷ তিনি বলেন, ‘‘একটি চ্যানেলের স্টিং অপারেশনে দেখা গিয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র সোফায় বসে আছেন, পা নাড়াচ্ছেন, হাসছেন। ৮ নভেম্বর এই খবর প্রকাশ হয়েছে। সেই ফুটেজ চেয়ে পাঠানোর নির্দেশ দিক আদালত।’