বাড়ির অমতে শুরু কালীপুজো, মার খেতে হয়েছিল বাবার কাছে, সেই পুজোতেই থাকলেন না কেষ্ট

বাড়ির অমতে শুরু কালীপুজো, মার খেতে হয়েছিল বাবার কাছে, সেই পুজোতেই থাকলেন না কেষ্ট

কলকাতা:  এক সময় মণ্ডল পরিবারের গৃহদেবতা ছিলেন মা দুর্গা। কিন্তু সেই বাড়িতেই জোড় করে কালীপুজো শুরু করেছিলেন ৯ বছরের অনুব্রত মণ্ডল৷ এর জন্য বাবার হাতে মারও খেয়েছিল একগুঁয়ে ছেলেটা৷ তাও কালীপুজো করার জেদ ছাড়েনি৷ সেই থেকেই শুরু৷ প্রতি বছর ধুমধাম করে কালীপুজো করতেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ এবারও বোলপুরের নীচুপট্টি এলাকায় ৪৫ ফুট কালীর পুজোর আয়োজন করা হয়েছে৷ তবে সেই পুজো কেষ্ট হীন৷ 

আরও পড়ুন- শত ব্যস্ততার মাঝেও এবারও বাড়ির কালীপুজোয় ভোগ রাঁধলেন মুখ্যমন্ত্রী

দুর্গা পুজো কেটেছে গারদের ওপারে৷ কালীপুজোতেও মুক্তি মেলেনি৷ কী ভাবে কালীপুজো হবে তা নিয়ে শনিবার বিকেলে বৈঠকে বসেছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, এ বছর কেষ্টর কালীপুজো হবে চাঁদা তুলে। নিরাপত্তাজনিত কারণে এ বার আর আলাদা করে গয়নাও পরানো হবে না। তৃণমূল ক্ষমতায় আসার পরই বেড়েছিল কেষ্ট পুজোর জাঁকজমক। কেষ্টহীন কালীপুজো এবার প্রায় জৌলুসহীন৷ নিজের হাতে যে কালীপুজো শুরু করেছিলেন, সেই পুজোতেই এবার থাকতে পারবেন না তিনি৷ গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত৷ আপাতত তাঁর ঠিকানা আসানসোল সংশোধনাগার৷ কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে৷ নজরে রয়েছে তাঁর ঘনিষ্ঠদের সম্পত্তিও৷ আটক তাঁর ডানহাত সায়গল সোসেনও৷