‘বেটি পোড়াও’ স্লোগানটাই বিজেপির মুখে যথাযথ মানায়! হাথরস কাণ্ডে তোপ কাকলির

উত্তরপ্রদেশের হাথরস কান্ডের স্মৃতি এখনো ভারতবাসীকে শিহরিত করে।

কলকাতা: উত্তরপ্রদেশের হাথরস কান্ডের স্মৃতি এখনো ভারতবাসীকে শিহরিত করে। ধর্ষণ করার পর দলিত মেয়েটির শিড়দাঁড়া পর্যন্ত ভেঙে দেয় পাষণ্ডরা, তারপর মাঝরাতে ধর্ষিতাকে জ্বালিয়ে দেয় উত্তরপ্রদেশ পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে বিজেপি সরকারকে ফের একবার কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আজ তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে চাঁচাছোলা ভাষায় বিজেপিকে এক হাত নিলেন তিনি।

এদিন কাকলি বলেন, দেশে এখন নারী সুরক্ষা তলানিতে এসে ঠেকেছে। মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে চরম অচলাবস্থা দেখা যাচ্ছে। এই সরকার স্লোগান দেয় ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’, কিন্তু দেশের নারী সুরক্ষার যে পরিসংখ্যান তাতে এই স্লোগান বিজেপির কোন নেতা বা মন্ত্রীর মুখে মানায় না। হাথরসে যে ঘটনা ঘটলো, তাতে লজ্জায় মাথা নত করতে হয়। একজন ধর্ষিতাকে রাতের বেলা কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া হল। এই সরকারের সকলের মুখে ‘বেটি পোড়াও’ স্লোগানই যথাযথ মানায়। আর কোনরকম নারীকেন্দ্রিক স্লোগান তাদের মুখে শোভা পায় না। এই প্রেক্ষিতেই কাকলির দাবি, ভারতবর্ষে আজ নারী সুরক্ষা বিপন্ন।

তিনি আরও বলেন, দেশে আজ সাধারণ মানুষ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, কোথাও ধর্মের ভিত্তিতে ভাগাভাগি হচ্ছে, কোথাও গণপিটুনির মতো ঘটনা ঘটছে। এদিকে কোথাও ঘটছে নারী নির্যাতনের মতো ঘটনা। তিনি আরো বলেন, ভারতের দলিত শ্রেণীর মানুষেরা এখন আর দেশে সুরক্ষিত নন। দলিতের উপর যে আঘাত করা হচ্ছে, স্বাধীনতার পরবর্তী ভারতবর্ষে এতদিন পর্যন্ত দেখা যায়নি। রোহিত ভেমুলা, হাথরসের গণধর্ষণের ঘটনা, গুজরাটের দলিত নির্যাতনের ঘটনা উল্লেখ করে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন কাকলি।একইসঙ্গে বলেন, কেন্দ্রের এই সরকারের কার্যকলাপে অবাক হওয়ার কিছু নেই। কারণ কেন্দ্রে যে সরকার রয়েছে, সেই দল শাসিত রাজ্য গুলিতে নারী সুরক্ষা তলানীতে, দলিত সুরক্ষা তলানীতে। বিগত বছরগুলোতে সংখ্যালঘুদের অবস্থা সবথেকে খারাপ এই সরকারের আমলে, এমনই ব্যাখ্যা দেন কাকলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 7 =