সপ্তমীতে মুখার্জি বাড়ির পুজোয় হুলস্থূল, পা হড়কে পড়ে গেলেন কাজল, ভাইরাল ভিডিয়ো

সপ্তমীতে মুখার্জি বাড়ির পুজোয় হুলস্থূল, পা হড়কে পড়ে গেলেন কাজল, ভাইরাল ভিডিয়ো

kajol

মুম্বই: মুম্বইয়ে মুখার্জি বাড়ির পুজোর কথা কে না জানে। কলকাতার বাইরে থাকলেও পুজোর এই কটা দিন দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন প্রবাসী বাঙালিরাও। মুম্বইয়ে পুজো নিয়ে যে সকল ব্যস্ত বাঙালি পরিবার রয়েছে, আর মধ্যে অবশ্য উল্লেখযোগ্য ‘মুখার্জি’ বাড়ির পুজোর৷ যা কাজল, রানি, সর্বাণী, অয়ন মুখোপাধ্যায়দের বাড়ির পুজো৷ সপ্তমীর সকালে ছেলেকে নিয়ে পুষ্পাঞ্জলী দিতে পৌঁছে গিয়েছিলেন বলি অভিনেত্রী কাজল। পরনে ছিল রানি রঙের সিল্কের শাড়ি৷ চুলে খোপা৷ তাতে সাজানো ছিল গোলাপি ফুল৷ ছেলে যুগকে পরিয়েছিলেন সাদা পাঞ্জাবি ও চোস্তা। পুজো মণ্ডপে ঢোকার সময় বাড়ির এক বয়ঃজ্যেষ্ঠকে পা ছুয়ে প্রণাম করতেও দেখা যায় অভিনেত্রীকে৷ এর পরেই ঘটল বিপত্তি৷

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

A post shared by Instant Bollywood (@instantbollywood)

অঞ্জলি দেওয়ার ঠিক আগে পুজো মণ্ডপে দাঁড়িয়েই ফোন ঘাঁটছিলেন কাজল৷ মোবাইল স্ক্রিনে চোখ রেখেই মঞ্চে হাঁটছিলেন৷ সেকারণেই মঞ্চের শেষধাপটি খেয়াল করতে পারেননি। আর একটু হলেই হুমড়ি খেয়ে মাটিতে পড়তেন৷ অল্পের জন্য বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। সামনে দাঁড়িয়ে থাকা এক নিরাপত্তাকর্মী এবং কাজলের বোন তানিশা এসে নায়িকাকে ধরে ফেলেন। তবে কাজলের হাত থেকে দূরে ছিটকে পড়ে তাঁর ফোন৷ 

কাজলের এই ভিডিয়ো ভাইরাল হতেই নেটপাড়ায় মন্তব্যের ঝড়৷ একজন টুইটে লিখেছেন, ‘উনি অ্যাটিটিউড দেখাতেই ব্যস্ত থাকেন। কোনওদিকে খেয়ালই থাকে না।’ অপর এক ইউজার লিখেছেন, ‘উনি তো দেখি প্রায়ই পড়ে যান।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 12 =