কী চাইছে মানুষ? জবাব খুঁজতে ‘দিদি’র ওয়ার্ডে মানুষের দরবারে ‘বৌদি’

কী চাইছে মানুষ? জবাব খুঁজতে ‘দিদি’র ওয়ার্ডে মানুষের দরবারে ‘বৌদি’

কলকাতা:  আগামী ১৯ ডিসেম্বর কলকাতার পুরসভা ভোট৷ প্রচার চলছে জোর কদমে৷ বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন প্রার্থীরা৷ ব্যতিক্রম নন মুখ্যমন্ত্রী ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়ও৷ মুখ্যমন্ত্রীর ওয়ার্ড থেকেই ভোটে লড়বেন তিনি৷ তাই দিদির ওয়ার্ডেই প্রচার সারছেন বৌদি৷ 

আরও পড়ুন- শর্ত সাপেক্ষে ধরনায় অনুমতি, সিঙ্গুরে আন্দোলনের প্রস্তুতি বিজেপি’র

রাজনীতির কারবারিদের মতে, কাজরী বন্দোপাধ্যায় ভোটে জিতলে তিনি এমন একজন প্রতিনিধি হবেন, যাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রতিনিয়ত যোগাযোগ হবে৷ মুখ্যমন্ত্রীর কাছ থেকে তিনি যেমন কাজ করার পরামর্শ পাবেন, তেমনই ভুল করলে সবচেয়ে বেশি বকাও খাবেন৷ কলকাতা পুরভোটে চর্চার অন্যতম কেন্দ্র বিন্দুতে এখন কাজরী৷ তবে তিনি আপাতত মন দিয়েছেন প্রচারে৷ একেবারে বাড়ি বাড়ি পৌঁছে প্রচার সারছেন তিনি৷ পটুয়া পাড়ার গলি থেকে অলি-গলি, হাজরা, কালীঘাটের ফ্ল্যাট বাড়ি, সর্বত্র প্রচার সারছেন কাজরী বন্দোপাধ্যায়৷ তাই দলীয় কর্মীরা বলছেন, ‘দিদি’র ওয়ার্ডে সকলের কাছে প্রচারে যাচ্ছেন ‘বৌদি’। 

কালীঘাটে পরিচিত মুখ কাজরী৷ দীর্ঘ দিন ধরেই এই ওয়ার্ড রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে। আগামী দিনে এই ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য৷ কাজরীর কথায়, “দিদির সাজেশন নিয়েই প্রচারে বেড়িয়েছি। দিদির নির্দেশ, সকলের কাছে পৌঁছে যেতে হবে। ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে কথা বলতে হবে। তাঁরা কী চাইছেন, কী ভাবছেন তা জানতে হবে। আগামী দিনে কলকাতায় এই ওয়ার্ডকে আমরা মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তুলব৷”
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *