জগদ্ধাত্রীকে হারিয়ে বেঙ্গল টপার শিমুল, কত নম্বর পেল অনুরাগের ছোঁয়া?

জগদ্ধাত্রীকে হারিয়ে বেঙ্গল টপার শিমুল, কত নম্বর পেল অনুরাগের ছোঁয়া?

bengal topper

কলকাতা: শাশুড়ি-বউমার মিল হতেই গল্প জমে ক্ষির৷ একেবারে বেঙ্গল টপার ‘কার কাছে কই মনের কথা’। প্রথমবার প্রথম স্থান ছিনিয়ে নিল ‘শিমুল’৷ ৭.৭ রেটিং পেয়েছে মানালির ডেইলি সোপ৷ এদিকে, নম্বর সামান্য বাড়লেও এই সপ্তাহেও হারানো সিংহাসন ফিরে পেতে ব্যর্থ ‘অনুরাগের ছোঁয়া’। মিশকার গর্ভে সূর্যর সন্তানকে দর্শক যে মেনে নিতে পারছে না, তা বেশ স্পষ্ট৷ 

এই সপ্তাহে যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে ‘ফুলকি’ ও ‘নিম ফুলের মধু’। দুই মেগার সংগ্রহেই রয়েছে ৭.৬ নম্বর। তবে ধাক্কা লেগেছে জগদ্ধাত্রীর৷ হারাতে হয়েছে প্রথম স্থান৷ এক নম্বর থেকে নেমে তিনে চলে গিয়েছে ব্লুজ প্রোডাকশনের এই মেগা শো। জগদ্ধাত্রীর ঝুলিতে এসেছে ৭.৩। চতুর্থ স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া৷ 

এদিকে, পাল্টে গিয়েছে নিম ফুলের মধুর স্লট৷ রাত ৮টার স্লটে গত শুক্রবার থেকে এসেছে নতুন মেগা  ‘তুমি আশে পাশে থাকলে’৷ শুরুতেই ছক্কা হাঁকিয়েছে রোহন-অঙ্গনার ওরফে দেব-পারোর রোম্যান্স৷ প্রথম এপিসোডের জন্য ৭.১ টিআরপি আদায় করে নিয়েছে এই ধারাবাহিক৷ যা বেশ প্রশংসনীয়৷ এবার এক ঝলকে দেখে নেওয়া যাক সেরা দশের তালিকা-

প্রথম- কার কাছে কই মনের কথা (৭.৭) 

দ্বিতীয়- ফুলকি / নিম ফুলের মধু (৭.৬)

তৃতীয়- জগদ্ধাত্রী (৭.৩)

চতুর্থ- অনুরাগের ছোঁয়া (৭.২)

পঞ্চম- লাভ বিয়ে আজকাল (৬.৪)

ষষ্ঠ- রাঙা বউ (৬.৩)

সপ্তম- ইচ্ছে পুতুল/জল থই থই ভালোবাসা/হরগৌরী পাইস হোটেল (৬.২)

অষ্টম- সন্ধ্যাতারা (৬.১)

নবম- তুঁতে (৬.০)

দশম- তোমাদের রাণী/বাংলা মিডিয়াম (৫.৭) 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 13 =