শুরুতেই স্টেপ আউট! স্পিকার পদে মনোনয়ন দিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’-ও

নয়াদিল্লি: স্পিকার পদে আরও একবার ওম বিড়লাকেই মনোনয়ন দিল এনডিএ জোট। অন্যদিকে ডেপুটি স্পিকার না পেয়ে, পালটা মনোনয়ন দিল বিরোধী ‘ইন্ডিয়া’ জোট৷ সংসদ অধিবেশন শুরুর…

নয়াদিল্লি: স্পিকার পদে আরও একবার ওম বিড়লাকেই মনোনয়ন দিল এনডিএ জোট। অন্যদিকে ডেপুটি স্পিকার না পেয়ে, পালটা মনোনয়ন দিল বিরোধী ‘ইন্ডিয়া’ জোট৷ সংসদ অধিবেশন শুরুর প্রথম থেকেই চমকপ্রদ অবস্থান নিল বিরোধীরা৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ইন্ডিয়া জোটের স্পিকার পদে প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন কোডিকুন্নিল সুরেশ বা কে সুরেশ। অর্থাৎ বিরোধীরা যে সহজে স্পিকার পদ ছাড়বে না, তা স্পষ্টই বুঝিয়ে দিয়েছে ইন্ডিয়া জোট৷ শাসক-বিরোধী টানাপোড়েনের মাঝেই জমজমাট দিল্লির রাজনীতি৷

 

শেষ মুহূর্তে বিরোধীরা পালটা প্রার্থী দেওয়ায় বুধবার ভোটাভুটি চলবে লোকসভায়৷ স্পিকার নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। ভোটাভুটি শুরু হবে সকাল ১১টা নাগাদ। সাম্প্রতিক অতীতে এই ঘটনা বিরল৷ ভারতে প্রথমবার ভোটের মাধ্যমে লোকসভায় স্পিকার নির্বাচন করা হবে। এতদিন কোনও বিরোধিতা ছাড়াই লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। এবার তা এত সহজ হবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *