ভোপাল: মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার বিজেপির প্রার্থী হিসাবে শুক্রবার মনোনয়নপত্র জমা দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ এদিন তাঁর সঙ্গে ছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ আগামী ২৬ মার্চ হবে রাজ্যসভা নির্বাচন৷
গত বুধবার দিল্লিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন একদা রাহুল ঘনিষ্ঠ সিন্ধিয়া। এরপরই প্রত্যাশামতো রাজ্যসভায় দলীয় প্রার্থী হিসাবে তাঁর নাম রাজ্যসভার জন্য ঘোষণা করে বিজেপি। এদিনে ভোপালে গিয়ে মনোনয়নপত্র জমা দেন প্রাক্তন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সম্ভবত মোদি মন্ত্রিসভাতেও দেখা যাবে তাঁকে৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পরই গেরুয়া শিবিরে যোগ দেন সিন্ধিয়া৷ তিনি বলেন, কংগ্রেসে থেকে মানুষের জন্য কাজ করা সম্ভব হচ্ছিল না৷ কারণ, কংগ্রেস আর আগের মতো নেই৷ মানুষের জন্য কাজ করার সুযোগ করে দিলেন নরেন্দ্র মোদী৷ উল্লেখ্য, প্রায় দু’দশক কংগ্রেসের সদস্য ছিলেন সিন্ধিয়া৷