বিজেপিতে যোগ দিতেই নিশ্চিত সাংসদ টিকিট, জ্যোতিরাদিত্যকে মন্ত্রিত্বের উপহার!

বিজেপিতে যোগ দিতেই নিশ্চিত সাংসদ টিকিট, জ্যোতিরাদিত্যকে মন্ত্রিত্বের উপহার!

03e09a6e291da7eb946e7222d529ae1a

নয়াদিল্লি: রাহুল-সোনিয়ার হাত ছেড়ে অবশেষে পদ্মে ঝাঁপালেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ মোদি-শাহের সঙ্গে বৈঠকের পর রাজ্যসভার টিকিট নিশ্চিত করে বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের এই বহিষ্কৃত তরুণ নেতা৷ হাত ছেড়ে পদ্ম ধরেই সোনিয়া-রাহুলকে কটাক্ষ সিন্ধিয়ার৷

আজ বিজেপি সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে তিনি বিজেপি দলে যোগদান করেন সিন্ধিয়া৷ নতুন দলে যোগ দিয়ে সিন্ধিয়ার মন্তব্য, আগের কংগ্রেস আর নেই৷ কংগ্রেসে থেকে এখন জনসেবা করা কঠিন হয়ে পড়েছে৷ সোনিয়া-রাহুলের সিদ্ধান্ত ছাড়া  কংগ্রেস অন্য কোনও নেতার মতামত মেনে নেয় না৷ আর সেই কারণে তিনি কংগ্রেস ছেড়েছেন বলে দাবি সিন্ধিয়ার৷ তাঁকে দলে যোগদান করানোর জন্য কৃতজ্ঞতাও জানান দলীয় নেতৃত্বকে৷ মধ্যপ্রদেশে কংগ্রেস দুর্নীতিতে ডুবে গিয়েছেন বলেও তোপ দাগেন তিনি৷

ইতিমধ্যেই সিন্ধিয়াকে স্বাগত জানিয়েছেন খোদ নরেন্দ্র মোদি৷ হাত ছেড়ে পদ্মে যোগ দেওয়ার উপহার হিসাবে সিন্ধিয়াকে রাজ্যসভার সাংসদ করে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব তুলে দেওয়া হতে পারে বলে খবর৷
মধ্যপ্রদেশের রাজনীতিতে নয়া সমীকরণ তৈরি হতেই চরম বিপাকে পড়েছে কংগ্রেস৷ কেননাস সিন্ধিয়া একা নন, তাঁর সঙ্গেই ২২ জন কংগ্রেস বিধায়ক দলত্যাগ করছেন৷ আর তার জেরে মধ্যপ্রদেশে মাত্র দেড় বছরের মধ্যেই কমলনাথের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের পতনের সম্ভাবনা তৈরি হয়েছে৷ কেননা, ২২ জন বিধায়ক পদত্যাগ করায় মধ্যপ্রদেশ বিধানসভায় গরিষ্ঠতা অর্জন করা বেশ কঠিন কংগ্রেসের কাছে৷ মধ্যপ্রদেশে ম্যাজিক ফিগার ১০২৷ বিজেপির ঝুলিতে ১০৭ বিধায়ক৷ কংগ্রেস ঝুলিতে একশোরও কম৷ ফলে, পরিস্থিতি যা, তাতে কর্ণাটকের পর মধ্যপ্রদেশেও সরকারের পতনে বিজেপি ফর্মুলা সেই দলবদল! যদিও বিজেপির এই ফর্মুলা আগেও দেখে গোটা বাংলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *