Ration
কলকাতা: রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে গ্রেফতারির পর অসুস্থ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কলকাতার বেসরকারি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন৷ এরই মধ্যে একটি মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার দুপুরে এক্স হ্যান্ডেলে একটি ‘মেডিক্যাল রিপোর্ট’ পোস্ট করেন তিনি৷ সেই ‘রিপোর্ট’-এর উপরে লেখা ‘বাইপাসের ধারে হাসপাতাল’। রোগীর নামের জায়গায় লেখা ‘রেশন রবার’ অর্থাৎ রেশন ডাকাত। পাশে ডাকনাম বলে একটি খোপে লেখা ‘স্যান্ডম্যান’৷ যার অর্থ বালি বা বালুমানব। সেখানেই রয়েছে শারীরিক পরীক্ষার রিপোর্ট। তার একেবারে নীচে লেখা ‘রিপোর্ট অনুযায়ী— সঙ্কটজনক নন’। শুভেন্দুর এই পোস্ট দেখেই শুরু হয় জল্পনা৷ তবে কি তিনি ইডির হাতে গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর শারীরিক পরিস্থিতির কথা বলতে চাইছেন? যদিও রিপোর্ট প্রকাশ করে মুখে কুলুপ আঁটেন শুভেন্দু৷
ঘটনাক্রমে শুক্রবার অসুস্থ হয়ে বাইপাসের ধারের একটি হাসপাতালে চিকিৎসাধীন বালু। শনিবার হাসপাতালের তরফে বালুর স্বাস্থ্য সংক্রান্ত বুলেটিন প্রকাশের আগেই এই পোস্ট করেন শুভেন্দু৷ সেখানে প্রকাশিত ‘মেডিক্যাল রিপোর্টে’র কোথাও কোনও ব্যক্তির নাম নেই। শুভেন্দু ওই পোস্টের সঙ্গে লিখেছেন, ‘‘বাংলার সবচেয়ে বহুচর্চিত ডায়গনস্টিক রিপোর্টের ঝলক।’’ তবে ওই রিপোর্টে ‘রেশন ডাকাত’, ‘বালুমানব’ শব্দবন্ধ দেখে রাজনীতির কারবারিদের একাংশ মনে করছেন, শুভেন্দুর ইঙ্গিত ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়ের দিকেই। কারণ তাঁর ডাকনাম বালু। তাই কটাক্ষ করে ‘বালুমানব’ শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে৷