jyotipriyo
কলকাতা: হাসপাতাল থেকে ছাড়া পেতেই সোজা সিজিও কমপ্লেক্সে ঠাঁই হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের৷ সেখানেই আপাতত কয়েকদিন থাকতে হবে বালুকে৷ ইডি হেফাজতে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ৷ মঙ্গলবার দিনভর জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে৷ তবে তাতে মোটেও খুশি নন ইডির আধিকারিকরা৷ জ্যোতিপ্রিয় ঠিক মতো তদন্তে সহযোগিতা করছেন না বলেই অভিযোগ৷
মন্ত্রীকে হেফাজতে পাওয়ার পর মঙ্গলবার প্রথম জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা৷ তাঁর বিপুল সম্পত্তির উৎস কী, তা জানতে চাওয়া হয়৷ এমনকী তাঁর প্রাক্তন আপ্ত-সহায়ক অভিজিৎ দাসের বাড়ি থেকে উদ্ধার হওয়া মেরুণ ডায়েরি এবং সেখানে উল্লেখিত লেনদেন সংক্রান্ত বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে৷ কিন্তু, এই বিষয়ে কোনও উত্তরই নাকি দেননি বালু৷ ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের পর মন্ত্রীর কাছ থেকে যে উত্তর মিলেছে, তাতে তাঁরা সন্তুষ্ট নন৷ তিনি বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন বলেও অভিযোগ৷ খুব স্বাভাবিক ভাবেই জ্যোতিপ্রিয় তদন্ত সহযোগিতা করছেন না বলেই দাবি করেছেন ইডি আধিকারিকেরা৷