কলকাতা: উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব পদে যোগ দিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। তিনি আশুতোষ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন৷ গত ৩১ জুলাইয় সচিব নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। বুধবার বিষয়টি প্রকাশ্যে আসে৷
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে নিযুক্ত ছিলেন তাপস কুমার মুখোপাধ্যায়। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন জ্যোতিপ্রিয়-কন্যা৷ মন্ত্রীর মেয়েকে শিক্ষা প্রশাসনের দায়িত্ব দেওয়ায় অনেকেই ভ্রু কোঁচকাতে শুরু করেছেন। এতদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদের দায়িত্বভার সামলাচ্ছিলেন তাপস কুমার মুখ্যোপাধ্যায়। যদিও ২০১৭ সালে শিক্ষা দফতরের চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি৷ এর পর তাঁকে এক্সটেনশন দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অস্থায়ী সচিব হিসাবে কাজ সামলানোর দায়িত্ব দেয় রাজ্য সরকার। পরে ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই পদে পাকাপাকিভাবে দায়িত্ব দেওয়া হয় তাঁকে। ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি মেয়াদ ফুরানোর কথা থাকলেও তিনি নিজেই সরকারকে চিঠি দিয়ে এই পদ থেকে অব্যাহতি চান। কারণ হিসাবে তিনি জানান, ২০২৪-এ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে। তিনি অবসর নেবেন ৪ তারিখ৷ সেই সময় যিনি দায়িত্বে আসবেন, তাঁর পক্ষে পরিস্থিতি সামলানো কঠিন হতে পড়ে। তাই তিনি আগেভাগেই পদ ছেড়ে দিতে চান৷ তাঁর আবেদনকে মান্যতা দিয়েই সংসদের সচিব পদ থেকে তাপসকে অব্যাহতি দেওয়া হয়৷ বুধবার তাঁর জায়গায় দায়িত্ব নেন প্রিয়দর্শিনী।