jyotipriya mallick
কলকাতা: নিয়োগ দূর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির এক বছর তিন মাস পরে গ্রেফতার রাজ্যের আরও এক মন্ত্রী। পার্থ গ্রেফতার হওয়ার পর শান্তিনিকেতনে তাঁর বিলাসবহুল বাগান বাড়ির হদিশ পেয়েছিলেন তদন্তকারীরা। সেই বাড়ির নাম ‘অপা’। এবার ইডির নজরে রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অগাধ সম্পত্তি। জানা গিয়েছে, সেই শান্তিনিকেতনেই কোটি টাকার বিলাসবহুল বাড়ি রয়েছে বালুর৷ সেই বাড়ির নাম ‘দোতারা’। বর্তমান বাজার মূল্যে সেই বাড়ির দাম অন্তত ৬ কোটি টাকা৷
প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র প্রাসাদোপম সেই বাড়িতে থাকেন একজন কেয়ারটেকার। মাঝেমধ্যেই সেই বাড়িতে যেতেন মন্ত্রী ও তাঁর আত্মীয়স্বজন। তবে জ্যোতিপ্রিয়-কন্যা প্রিয়দর্শিনীকে প্রায়ই ওই বাড়িতে দেখা যেত বলে, স্থানীয় সূত্রে খবর৷ জানা গিয়েছে, প্রায় দু’ কোটি টাকা দিয়ে বাড়িটি কিনেছিলেন বনমন্ত্রী। ১০ কাটার বেশি জমির ওপর দাঁড়িয়ে রয়েছে ‘দোতারা’৷ বাড়িটি রক্ষণাবেক্ষণেও বিপুল টাকা খরচ করেন তিনি। শান্তিনিকেতনের রতনপল্লীতে জলট্যাঙ্কির কাছে যোগেন চৌধুরীর বাড়ির পাশেই রয়েছে জ্যোতিপ্রিয়র এই বিলাসবহুল বাগান বাড়ি৷
২০১৭ সালে মেয়ে প্রিয়দর্শীনী মল্লিকের নামে বাড়িটি কিনেছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয়। সেই সময় বীরভূমে বেতাজ বাদশা ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রতর মাধ্যমে জ্যোতিপ্রিয় এই বিলাবসবহুল বাগান বাড়িটি কিনে থাকতে পারেন বলেও সন্দেহ ইডি-র। রেশন দুর্নীতি মামলায় সম্প্রতি বাকিবুর রহমানকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পরেই উঠে আসে জ্যোতিপ্রিয়র নাম৷ বৃহস্পতিবার সকালে থেকে প্রায় ২০ ঘন্টা ম্যারাথন তল্লাশি ও জেরার পর গভীর রাতে মন্ত্রীকে গ্রেফতার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান তদন্তকারী অফিসাররা। শুক্রবার ধৃতকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে চাইবে ইডি৷