‘বিজেপি এবং শুভেন্দুর চক্রান্ত’! জোকা যাওয়ার পথে ফের ষড়যন্ত্রের কথা বললেন জ্যোতিপ্রিয়

‘বিজেপি এবং শুভেন্দুর চক্রান্ত’! জোকা যাওয়ার পথে ফের ষড়যন্ত্রের কথা বললেন জ্যোতিপ্রিয়

79d04aeaf9a64c86e7deace6544364c0

কলকাতা: রেশন বণ্টন মামলায় বৃহস্পতিবার গভীর রাতে সল্টলেকের বাড়ি থেকে ইডি-র হাতে গ্রেফতার হন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার সকাল থেকে ম্যারাথন তল্লাশির চালানোর পর রাত ৩টের সময় গ্রেফতার করা হয় তাঁকে। শুক্রবার সকালে স্বাস্থ্যপরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। সকাল সাড়ে ৮টা নাগাদ জ্যোতিপ্রিয়কে নিয়ে জোকার উদ্দেশে রওনা দেন ইডি আধিকারিকরা। সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় তাঁর মুখে উঠে আসে চক্রান্তের কথা। বালু (জ্যোতিপ্রিয়র ডাকনাম) জানান, তিনি চক্রান্তের শিকার। এই  চক্রান্তের নেপথ্যে রয়েছে বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, ‘‘আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। আমি ষড়যন্ত্রের শিকার৷ বিজেপি এবং শুভেন্দু অধিকারী এই চক্রান্তে সামিল।’’

বৃহস্পতিবার ভোরে মন্ত্রীর সল্টলেকের বাড়িতে হানা দেন ইডি-র আধিকারিকরা৷ ম্যারাথন তল্লাশির পর গভীর রাতে তাঁকে গ্রেফতার করে ইডি৷ বালুকে রাতেই বাড়ি থেকে বার করে ইডি-র কলকাতার দফতরে নিয়ে যাওয়া হয়৷ সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যোতিপ্রিয় বলেন, ‘‘গভীর ষড়যন্ত্রের শিকার হলাম। শুধু এ টুকুই বলে গেলাম। ভারতীয় জনতা পার্টি খুব ভাল কাজ করেছে। ওরা আমাকে শিকার করল।”

বৃহস্পতিবার ২০ ঘণ্টারও বেশি সময় ধরে ম্যারাথন তল্লাশি চালিয়ে রেশন বন্টন সংক্রান্ত বেশ কিছু নথি ইডি-র আধিকারিকরা উদ্ধার করেছেন বলে সূত্রের খবর৷ পাশাপাশি বালুকে জিজ্ঞাসাবাও করা হয়৷ এর পরেই গ্রেফতার হন রাজ্যের বনমন্ত্রী৷ রেশন বণ্টন মামলায় এই প্রথম কোনও মন্ত্রীকে গ্রেফতার করা হল। বৃহস্পতিবার রাত ৩টা নাগাদ জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *