jyotipriya
কলকাতা: নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পরই মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে৷ তবে রেশন দুর্নীতিতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিকের পাশেই দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আপাতত বনমন্ত্রীর পদেই থাকছেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। বুধবার মন্ত্রিসভার বৈঠকে বন দফতর বণ্টন নিয়ে কোনওরকম কথা হয়নি। জ্যোতিপ্রিয় গ্রেফতার হওয়ার পর বনমন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা৷ এদিন মন্ত্রিসভার বৈঠকে বালুর মন্ত্রক বণ্টন সংক্রান্ত আলোচনা না হওয়ায়, ধরে নেওয়া হচ্ছে আপাতত বীরবাহার উপরেই দায়িত্ব ন্যস্ত হবে। যদিও খাতায়-কলমে মন্ত্রী পদে জ্যোতিপ্রিয়ই থাকবেন।
পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, বালুর ক্ষেত্রে ঠিক তাঁর উল্টো পথে হাঁটল দলীয় নেতৃত্ব। এদিন মন্ত্রিসভার বৈঠকে বনমন্ত্রীর পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বালুকে ফাঁসানো হয়েছে।” তবে ইডি-সিবিআই যে ভাবে বাড়াবাড়ি করছে, তার বিরুদ্ধেও এদিন সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি যে ভাবে জ্যোতিপ্রিয়কে ফাঁসানো হয়েছে বলে সুর চড়িয়েছেন তা থেকে এটা স্পষ্ট যে, দল সম্পূর্ণ ভাবেই বালুর পাশে রয়েছে৷